• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

জাতীয়

জাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত, খোলা থাকবে আবাসিক হল

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০২২

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সশরীরে চলমান পরীক্ষা সমূহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হলসমূহ। জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এক জরুরি প্রসাশনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। তবে অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও খোলা থাকবে আবাসিক হলসমুহ।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮ টা থেকে ১০ টা এবং দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। বই সংগ্রহ করা এবং আদান প্রদানের জন্য সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে লাইব্রেরি। কিন্তু ভিতরে অবস্থান করা যাবে না।

প্রসঙ্গত, এর আগে গত ৬ জানুয়ারি এক অফিস আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে জাবি প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads