• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
কারাগারে বন্দিদের তোপের মুখে প্রদীপ-লিয়াকত

সংগৃহীত ছবি

জাতীয়

কারাগারে বন্দিদের তোপের মুখে প্রদীপ-লিয়াকত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজার কারাগারে বন্দিদের তোপের মুখে পড়েছেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ ও এসআই লিয়াকত হোসেন। যেকোনো সময় তারা কারাবন্দিদের হামলার শিকার হতে পারেন।

বন্দিদের সঙ্গে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়। সে জন্য কারারক্ষীরা তাদের ওপর বিশেষ নজর রাখছেন। কোনো বন্দির সঙ্গেই কথা বলতে দিচ্ছেন না।

ইতঃপূর্বে প্রদীপের হাতে নির্যাতিত হয়েছেন এমন অনেকেই বর্তমানে কক্সবাজার কারাগারে বন্দি অবস্থায় আছেন। বিভিন্ন মামলায় বিশেষ করে মাদক সংশ্লিষ্ট মামলায় আদালত তাদের কারাগারে প্রেরণ করেছিল। অধিকাংশ মামলা করা হয় প্রদীপ টেকনাফ থানার ওসি থাকাকালে। বিষয়টি সম্পর্কে কারা কর্তৃপক্ষ অবগত। এই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করেছেন কারা কর্তৃপক্ষ। কক্সবাজার কারাগার সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

ওসি (বরখাস্ত) প্রদীপ, এসআই (বরখাস্ত) লিয়াকত সহ দণ্ডাদেশ প্রাপ্ত এবং খালাস প্রাপ্তদের ব্যাপারে জানতে গতকাল ‘বাংলাদেশের খবরের পক্ষ থেকে কক্সবাজার কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। মোবাইলে ফোনে জেল সুপার মো. নেছার আলম বলেন, সোমবার (গতকাল) শেষ বিকেলের দিকে প্রিজন ভ্যানে করে আসামিদের কারাগারে আনা হয়। সন্ধ্যায় দণ্ডাদেশপ্রাপ্ত ৮ জনকে কয়েদিদের পোশাক পড়ানো হয়। এরপরই কারাগারের একটি সেলকে ‘কনডেম সেল’ ঘোষণা করে প্রদীপ এবং লিয়াকতকে সেখানে রাখা হয়। দণ্ডাদেশপ্রাপ্ত অন্য ৬ জনকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়।

কোনো ধরনের খাবার দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কারাগারে নির্দিষ্ট নিয়মে বন্দিদের খাবার দেওয়া হয়। তাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সাধারণ বন্দিদের মতো রুটিন মাফিক খাবার প্রদীপ, লিয়াকতসহ ৮ দণ্ডাদেশপ্রাপ্তকে দেওয়া হয়েছে। ওসি প্রদীপ এবং লিয়াকতসহ দণ্ডাদেশপ্রাপ্ত তাদের সহযোগীদের ওপর বিশেষ নজরদারি রাখার সত্যতাও তিনি নিশ্চিত করেন। খালাসপ্রাপ্ত ৭ জনকে ৩১ জানুয়ারি কারা ফটক থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads