• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

জাতীয়

ঢাকা কলেজ ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২২

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫ মে পর্যন্ত কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

নিউমার্কেট এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। এখন পর্যন্ত প্রায় অর্ধশত জনের আহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক গণমাধ্যম কর্মী রয়েছে।

সংঘর্ষের ফলে রাজধানী বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার রাত ৯টার দিকে নিউ সুপার মার্কেটে কেনাকাটার সময়ে দরদাম নিয়ে বিতর্কের জেরে দোকান কর্মচারী ও শিক্ষার্থীর মাঝে সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন।

রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এক পর্যায়ে তারা নিউ মার্কেটের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে দোকান কর্মচারীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পুলিশ দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সেসময় বেশ কয়েক রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাত দুইটার দিকে আরো টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads