• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
মওলানা মোহাম্মদ আকরম খাঁ

মওলানা মোহাম্মদ আকরম খাঁ

সংরক্ষিত ছবি

মতামত

স্মরণ

মওলানা মোহাম্মদ আকরম খাঁ

  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

মওলানা মোহাম্মদ আকরম খাঁ ছিলেন সাংবাদিক, রাজনীতিক ও ইসলামীশাস্ত্রজ্ঞ। তিনি পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার হাকিমপুর গ্রামে আজকের এই দিনে ১৮৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন ছিল না। কিন্তু জ্ঞানানুসন্ধানী আকরম খাঁ ইসলাম ধর্ম এবং বাংলা ও ভারতের মুসলমানদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। তার পেশাগত ও রাজনৈতিক জীবন খুব অল্প বয়সেই শুরু হয়। সাংবাদিক হিসেবে তিনি প্রথম কাজ করেন আহল-ই-হাদিস ও মোহাম্মদী আখবার পত্রিকায়। মোহাম্মদ আকরম খাঁ মোহাম্মদী ও আল-এসলাম পত্রিকায় সম্পাদক হিসেবে কাজ করেন। এ ছাড়া তিনি নিজে কলকাতা থেকে ১৯২০ থেকে ১৯২২ সালের মধ্যে জামানা ও সেবক নামে দুটি পত্রিকা প্রকাশ করেন। সেবক অসহযোগ ও স্বদেশী আন্দোলনকে সমর্থন জোগায়। সেবক নিষিদ্ধ ঘোষিত হয় এবং সরকারবিরোধী সম্পাদকীয় লেখার জন্য আকরম খাঁ গ্রেফতার হন। পরে ১৯৩৬ সালের অক্টোবরে তিনি ওই সময়ের একমাত্র বাংলা দৈনিক পত্রিকা আজাদ প্রকাশ করেন।

আকরম খাঁ তার রাজনৈতিক জীবন শুরু করেন ‘ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের একজন সমর্থক হিসেবে। তার প্রধান লক্ষ্য ছিল বাঙালি মুসলমানদের স্বার্থ ও অধিকার রক্ষা করা। এ উদ্দেশে তিনি ১৯০৬ সালে ‘মুসলিম লীগ’ গঠনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং তিনি নিজে খিলাফত ও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। হিন্দু-মুসলিম সমপ্রীতিতে বিশ্বাসী আকরম খাঁ পরে চিত্তরঞ্জন দাশের ‘স্বরাজ পার্টি’ এবং ‘বেঙ্গল প্যাক্ট’-এর প্রতি সমর্থন জানান। কিন্তু্তু পরে সামপ্রদায়িক দাঙ্গা এবং সমসাময়িক অন্যান্য রাজনৈতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আকরম খাঁ ভারতীয় জাতীয় রাজনীতির প্রতি আস্থা হারিয়ে ‘স্বরাজ পার্টি ও কংগ্রেস’ উভয় দল থেকেই পদত্যাগ করেন। এরপর তিনি প্রজা বা কৃষক রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হন। ১৯৩৫ সালে বেঙ্গল প্রজা সমিতিতে অনৈক্য দেখা দিলে ১৯৩৬ সালে তিনি কৃষক রাজনীতি ত্যাগ করেন এবং সক্রিয়ভাবে মুসলিম লীগে যোগ দেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পূর্ববঙ্গে চলে আসেন এবং ঢাকায় স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ সমস্যা ও সমাধান, মোস্তফা চরিত, আমপারার বঙ্গানুবাদ। মওলানা আকরাম খাঁ ১৯৬৯ সালের ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads