• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
শপথ নিচ্ছেন সুলতান মনসুর ও মোকাব্বির

ছবি : সংগৃহীত

সংসদ

শপথ নিচ্ছেন সুলতান মনসুর ও মোকাব্বির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন। এই দুই প্রতিনিধি হলেন মৌলভীবাজার-২ থেকে নির্বাচিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান।

শপথ নেওয়ার বিষয়টি জানিয়ে সুলতান মনসুর বলেন, আমরা দুজন শপথ নেব। তবে তাড়াহুড়ার কিছু নেই। এখনো সময় আছে। ৯০ দিনের মধ্যে শপথ নিলেই হবে। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়টায় আমার নির্বাচনী এলাকার জনগণ, যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সারা দেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতো আমি নিয়েছি। আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে। সবাই একবাক্যে বলেছেন, আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিয়ে শপথ নিতে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে। আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি প্রত্যাশা রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের মতের প্রতি।

মোকাব্বির খানও শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার বিষয়ে আমার নেতা ড. কামাল হোসেন সব সময় ইতিবাচক। আমরা দুজনই শপথ নেব। আমাদের দলের (গণফোরাম) প্রেসিডেন্ট চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। তিনি দেশে ফেরার পর আমাদের দলীয় ফোরামের বৈঠক হবে। সেখানে শপথের বিষয়েও আলোচনা হবে। ফোরামের সিদ্ধান্তও ইতিবাচকই হবে বলে আশা করি।

৩০ ডিসেম্বরের নির্বাচনে সুলতান মনসুর গণফোরামের প্রার্থী হলেও নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকে। ইতোপূর্বে ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী ওই আসনে কখনো বিজয়ী হতে পারেননি। ১৯৯১ ও ২০০১ সালে যখন বিএনপি সরকার গঠন করেছিল তখনো এ আসনে জামানত হারায় বিএনপি মনোনীত প্রার্থী। এবার এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে হাড্ডাহাডি লড়াই করে জয় পেয়েছেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। এর আগে ১৯৯৬ সালেও সুলতান মনসুর নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। অপরদিকে বিএনপির সমর্থনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে নিরঙ্কুশ জয় পায়। বিএনপির ৬ জনসহ জাতীয় ঐক্যফ্রন্ট পায় ৮টি আসন। নির্বাচনে ভোট ডাকাতির ও ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা শপথগ্রহণ থেকে বিরত থাকেন। কিন্তু এখন ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads