• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বিপদাপদের সময় যে দোয়া বলতে বলেছেন নবীজি

প্রতীকী ছবি

ধর্ম

বিপদাপদের সময় যে দোয়া বলতে বলেছেন নবীজি

  • প্রকাশিত ২৩ মার্চ ২০২১

ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতায়বাহ ও ইবনু হুজর (রহ.)... উম্মু সালামাহ (রাজি.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি : কোনো মুসলিমের ওপর মুসিবাত এলে যদি সে বলে : আল্লাহ যা হুকুম করেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না- ইলাইহি রাজিউন’ (অর্থাৎ আমরা আল্লাহরই জন্য এবং তাঁরই কাছে ফিরে যাব) বলে এবং এ দোয়া পাঠ করে- ‘আল্লাহুম্মা’ জুরনি ফী মুসিবাতি ওয়া আখলিফ লি খয়রাম মিনহা- ইল্লা- আখলাফাল্লাহু লাহ খয়রাম মিনহা” (অর্থাৎ হে আল্লাহ! আমাকে আমার মুসিবাতে সাওয়াব দান কর এবং এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু দান কর, তবে মহান আল্লাহ তাকে এর চেয়ে উত্তম বস্তু দান করে থাকেন)।

উম্মু সালামাহ্ (রাজি.) বলেন, এরপর যখন আবু সালামাহ ইন্তেকাল করেন, আমি মনে মনে ভাবলাম, কোন মুসলিম আবু সালামাহ থেকে উত্তম? তিনি সর্বপ্রথম ব্যক্তি, যিনি হিজরাত করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছেন। এতদসত্ত্বেও আমি এই দোয়াগুলো পাঠ করলাম। এরপর মহান আল্লাহ আবু সালামার স্থলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্বামী দান করেছেন। উম্মু সালামাহ (রাজি.) বলেন, আমার কাছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের পয়গাম পৌঁছানোর উদ্দেশে হাতিব ইবনু আবু বালতা’আহ-কে পাঠালেন। আমি বললাম, আমার একটি কন্যা আছে আর আমার জিদ বেশি। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কন্যা সম্পর্কে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি তাকে তার কন্যার দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। আর (তার সম্পর্কে) দোয়া করব যেন আল্লাহ তার জিদ দূর করে দেন। (সহিহ মুসলিম হাদিস নং ২০১১)

শিক্ষা : যখন কোনো বিপদ আসে তখন উপরোক্ত দোয়া বলতে বলেছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই দোয়া পাঠে আল্লাহপাক বিপদ থেকে উত্তরণের পথ খুলে দেবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads