• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শেখ রাসেলকে নিয়ে আরো দুই গান

গীতিকার সুজন হাজংয়ের সঙ্গে সুস্মিতা সাহা

ছবি : সংগৃহীত

শোবিজ

শেখ রাসেলকে নিয়ে আরো দুই গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে নিয়ে তৈরি হয়েছে আরো দুটি গান। সুজন হাজংয়ের কথায় গান দুটির সুর করেছেন যাদু রিছিল। পৃথকভাবে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মুহিন ও সুস্মিতা সাহা।

‘রাসেল আমাদের স্বাধীনতা, আমাদের অঙ্গীকার/মায়ের কোলে অবুঝ শিশুর বেঁচে থাকার অধিকার’- এমন কথার গানটিতে গত ৩০ অক্টোবর কণ্ঠ দেন মুহিন। ‘সেই অবুঝ শিশুর চোখে নতুন সকাল দেখা/সেই সকালের নাম বাংলাদেশ/সেই অবুঝ শিশুর চোখে নতুন আকাশ দেখা/সেই আকাশের নাম বাংলাদেশ।’ এমন কথার গানটিতে গত ২ নভেম্বর কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা।

গান দুটি প্রসঙ্গে গীতিকবি সুজন হাজং বলেন, ‘শেখ রাসেল আমাদের কাছে আবেগের নাম, ভালোবাসার নাম। যে আবেগ কখনো মন থেকে মুছে ফেলা যায় না। রাসেল আমাদের হূদয়ের গভীরে প্রোথিত একটি শব্দ। যে শব্দ দিয়ে নতুন নতুন সাহিত্য ও সুরের আবহ তৈরি হবে শতাব্দীর পর শতাব্দী।’

খুব শিগগিরই সুজং হাজংয়ের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গান দুটি। এর আগেও শেখ রাসেলকে নিয়ে গান করেছেন সুজন হাজং। গান দুটিতে আলাদাভাবে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী ও অন্যটিতে সুমন কল্যাণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads