• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
বড়দিনের নাটকে কল্যাণ-অর্ষা

ছবি : সংগৃহীত

শোবিজ

বড়দিনের নাটকে কল্যাণ-অর্ষা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কোনো অভিযোগ নেই’। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটিতে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

নাটকটি প্রসঙ্গে কল্যাণ কোরাইয়া বলেন, ‘জয়ন্তর নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তার সঙ্গে কাজের বোঝাপড়াটা আমার চমৎকার। যেহেতু আমার ধর্মের বিশেষ নাটক, তাই নাটকটির প্রতি আমার অন্যরকম ভালোলাগা ছিল। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। অর্ষাও তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। অর্ষার অভিনয় আমার নিজেরই ভীষণ ভালো লাগে। কারণ সে খুব সিরিয়াস একজন অভিনেত্রী। যে কারণে যেকোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অর্ষা নিজেকে মানিয়ে নিয়ে কাজ করে। আমাদের দুজনের এ কাজটি আশা করছি ভালো লাগবে দর্শকের।’

অর্ষা বলেন, ‘জয়ন্ত রোজারিওর নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। বেশ গুছানো ইউনিট এবং সবাই খুব আন্তরিকতা নিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। আমি এবং কল্যাণ- আমরা দুজন ভালো বন্ধু। যে কারণে কাজটি করেছি অনেক ভালোলাগা নিয়ে। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

এর আগে জয়ন্ত রোজারিওর ‘ভালোবাসা বাঁধে যে বাসা’ নাটকে অভিনয় করেছিলেন কল্যাণ। এদিকে সতীর্থ রহমান রুবেলের নির্দেশনায় ছয়টি নাটকের কাজ শেষ করে দার্জিলিং থেকে ফিরেছেন কল্যাণ। অন্যদিকে আজ থেকে সাধনের নির্দেশনায় শ্রীমঙ্গলে ‘লাস্ট নোঙ্গর’ নাটকের কাজ করবেন অর্ষা। শুটিং শেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। ফিরে সকাল আহমেদ, অঞ্জন আইচ ও শহীদ উন নবীর নাটকে অভিনয় করার কথা রয়েছে তার। অর্ষা অভিনীত নতুন ধারাবাহিক বাংলাভিশনে প্রচার শুরু হবে ফেব্রুয়ারি থেকে। ‘ভদ্রপাড়া’ শিরোনামের এ ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads