• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শুভ জন্মদিন নূরজাহান আলীম

নূরজাহান আলীম

ছবি : সংগৃহীত

শোবিজ

শুভ জন্মদিন নূরজাহান আলীম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

মরমী কণ্ঠশিল্পী আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীমের আজ জন্মদিন। বাবার পথ ধরে বাবারই গান গেয়ে নূরজাহান আলীম একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। নূরজাহান আলীম বিশ্বাস করেন তার বাবা পাশেই আছেন সব সময়। আজকের এ দিনে তেমন কোনো ব্যস্ততা নেই নূরজাহান আলীমের। ২৪ ও ২৫ ডিসেম্বর দুই দিন গাজীপুরে স্টেজ শোয়ে অংশ নেবেন তিনি। এমনটাই জানিয়েছেন নূরজাহান আলীম।

জন্মদিন প্রসঙ্গে নূরজাহান আলীম বলেন, ‘জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর আমি যেন আমার বাবার গানগুলো সবাইকে শুনিয়ে যেতে পারি। কারণ, বাবা এই দেশের মানুষের জন্য গান করে গেছেন। বাবার গানগুলো যখন গাই তখন আমার মনে হয় বাবার গানগুলো এক ধরনের চর্চা, যা একজন শিল্পীকে শিল্পী হিসেবে তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। আমি মনে করি বাবার গানগুলোতে এমন কিছু কাজ আছে, যা একজন শিল্পী যথাযথভাবে করলে তার নিজের মাঝে অনেক কিছুই ধারণ করতে পারবেন। তাই আমি দায়িত্ব থেকেই বাবার গানগুলো বিভিন্ন অনুষ্ঠানে বেশি গাওয়ার চেষ্টা করি।’

আবদুল আলীমের গান ছাড়াও নীনা হামিদ, ফরিদা পারভীন, সাবিনা ইয়াসমীন, ফেরদৌস আরার গান ভালো লাগে নূরজাহানের। বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলে তাদের গানও গেয়ে থাকেন তিনি। সম্প্রতি ‘ভারত বাংলাদেশ উন্নয়ন মেলা’য় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। সেখানে আবদুল আলীমের বিখ্যাত গান ‘প্রেমের মরা জলে ডুবে না’, ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’, ‘হলুদিয়া পাখি সোনারই বরণ’, ‘দোল দোল দোলনী’, ‘বহুদিনের পিরিত গো বন্ধু’ পরিবেশন করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads