• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শিহাব শাহরিয়ারের ‘প্রিয় বাংলাদেশ’

ছবি : সংগৃহীত

শোবিজ

শিহাব শাহরিয়ারের ‘প্রিয় বাংলাদেশ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ ডিসেম্বর ২০১৮

বিজয়ের মাসে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী শিহাব শাহরিয়ারের প্রথম দেশের গান ‘প্রিয় বাংলাদেশ’। প্রযোজনা সংস্থা জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। ‘আমার বুকের মানচিত্র তুমি, তোমার মাঝেই হোক আমার নিঃশেষ, ছাপ্পান্ন হাজার বর্গমাইলে দিও ঠাঁই, আমার অবশেষ’ এমন কথার গানটি লিখেছেন গীতিকবি নিলয় সুন্দরম। শিহাব শাহরিয়ারের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শতাব্দী ভব।

এ প্রসঙ্গে শিহাব শাহরিয়ার বলেন, ‘এই বিজয়ের মাসে আমার প্রথম দেশের গানটি প্রকাশ করতে পেরেছি বলে একটি অন্যরকম ভালোলাগা কাজ করছে। নিলয় সুন্দরমের ভিন্নধর্মী কথায় ও সুমন কল্যাণ দাদার চমৎকার সঙ্গীতায়োজনে আমার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে গানটি করার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘শিহাব খুব প্রতিশ্রুতিশীল একজন শিল্পী। ওর আরো বেশকিছু গান করা আছে যেগুলো খুব শিগগিরই প্রকাশ পাবে। আর এই দেশের গানটি আমরা সবাই যত্নের সঙ্গে করেছি। এখন শ্রোতাদের কাছে গানটি ভালো লাগলেই এর সার্থকতা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads