• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
সিনেমা হলগুলোতে দর্শকখরা

ছবি : সংগৃহীত

শোবিজ

সিনেমা হলগুলোতে দর্শকখরা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ আগস্ট ২০১৯

এবারের ঈদে দেশব্যাপী টানা বৃষ্টি হয়েছে। ঈদের দিন সকালে আবহাওয়া ভালো থাকলেও ঈদের বিকেল থেকে বৃষ্টির শুরু। গতকাল বৃষ্টির প্রকোপ কমে এসেছে। এরকম বৈরী আবহাওয়ার কারণে সিনেমাপ্রেমী মানুষ হলমুখী হয়নি। তাছাড়া মানহীন চলচ্চিত্র, বিদেশি পরিচালকসহ নানা কারণে হলে দর্শক যাচ্ছে না। তারপরও যারা সব উপেক্ষা করে হলে গিয়ে ছবি দেখেছেন তারাও চরমভাবে হতাশ হয়েছেন।

এবারের ঈদে দেশব্যাপী ১৫০টি হলে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলি জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ এবং ৫৩টি হলে ববি ও জিয়াউল হক রোশান জুটির ‘বেপরোয়া’।

শাকিব খান ও শবনম বুবলি জুটির ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি রাজধানীর মতিঝিলে মধুমিতায় ও রায়েরবাগের পুনম সিনেমা হলে চলছে। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শান্তিনগর থেকে আসা এনামুল হক আবুল বলেন, ‘আমি বরাবরই শাকিব খানের ভক্ত। তবে এবারের ছবিটি কেমন জানি লাগল। যে আশা নিয়ে দেখতে এলাম, সে আশা পূরণ হলো না। তাও শাকিব খানের ছবি দেখি। কোনোটা মিস করি না।’ গুলবাগ থেকে আসা সুইটি বলেন, ‘শাকিব ও বুবলি জুটির ছবিটি ততটা আকর্ষণীয় মনে হয়নি। তবে বুবলির অভিনয় ভালো লেগেছে।’ তবে সিনেমাপ্রেমী আসাদ বলেন, ‘স্বাভাবিকভাবেই শাকিব খানের সিনেমায় দর্শক বেশি হওয়ার কথা ছিল। তবে এবার গতবারের চেয়ে তুলনামূলক প্রেক্ষাগৃহে দর্শক কম। যদিও ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি শাকিবের অন্য ছবির চেয়ে বেশ আলাদা। এখানে নতুন এক শাকিবকে নতুন রূপে দেখা গেছে। আর বুবলির অভিনয়ও নজর কেড়েছে।’

রাজধানীর অভিসার সিনেমা হলে চলছে দ্বিতীয় দফা মুক্তি পাওয়া ‘বেপরোয়া’ সিনেমাটি। রোশান ও ববি অভিনীত এ সিনেমার দর্শকও বেশ ভালো ছিল। এর আগেও একবার বেপরোয়া ছবিটি মুক্তি পেয়েছিল। তবে একদিনের মাথায় ছবিটি হল থেকে নামিয়ে নেওয়া হয়। ঈদের দিনে দুই ছবি তেমন সাড়া না ফেললেও সিনেমা হল সংশ্লিষ্টরা মনে করছেন দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শক সংখ্যা বাড়বে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads