• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

শোবিজ

ভাঙা-গড়ায় এলআরবি!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৯

এক বছরও হয়নি দেশের কিংবদন্তি মিউজিশিয়ান ও এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু মারা গেছেন। এরই মধ্যে কয়েক দফায় ভাঙনের খবরে শিরোনাম হয়েছে ‘এলআরবি’। সর্বশেষ জুলাইয়েও ভাঙন নিয়ে আলোচনায় আসে এলআরবি। মাস খানেকের বিরতির পর আরো এক দফায় ভাঙনের খবরে আলোচনায় দেশের একসময়ের জনপ্রিয় এই ব্যান্ড দল!

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর দলে ভোকাল নিয়ে শুরু হয় প্রথম সংকট। শুরুতে এলআরবির ভোকাল হিসেবে সংগীতশিল্পী বালামের কথা শোনা গেলেও তুমুল আলোচনা-সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে দলের সদস্যরা। পরবর্তীতে হঠাৎ করে শোনা যায়, দল থেকে বেরিয়ে গেছেন এলআরবির ম্যানেজার শামীম আহমেদ।

ব্যান্ডের ভেতর কোন্দলের শুরু তখন থেকেই। এরপর দল থেকে বেরিয়ে যান এলআরবির আরেক সিনিয়র গিটারিস্ট মাসুদ। তখন এলআরবির বাকি দুই সদস্য স্বপন ও রোমেল ঘোষণা দেন যে, এলআরবিকে তারাই এগিয়ে নিয়ে যাবেন!

কিন্তু মাস খানেক না যেতেই এবার শোনা গেল, দুই সদস্যবিশিষ্ট এলআরবি থেকে বাদ দেওয়া হয়েছে ড্রামার রোমেলকেও। এলআরবির একমাত্র সদস্য হিসেবে দলে আছেন গিটারিস্ট সাইদুল হাসান স্বপন। গত মঙ্গলবার তিনিই জানান রোমেলকে বাদ দেওয়ার খবর। সেই সঙ্গে তিনি এলআরবির নতুন লাইনআপ ঘোষণা করেন।

স্বপন জানান, আমি সাইদুল হাসান স্বপন (এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য), আমার ব্যান্ডের নতুন লাইনআপ ঘোষণা করেছি। কেন এই পরিবর্তন! সেটা জানার অধিকার এলআরবি ভক্তদের আছে একটু পেছনে ফিরে যাই ১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চু, স্বপন, জয়, টুটুল মিলে এলআরবি ব্যান্ডটি যাত্রা শুরু করে। আপনারা হয়তো অনেকে জানেন না আমার গিটার শেখা শুরু বসের হাতেই ১৯৮৪ সালের অক্টোবর মাসে, তারপর থেকে তার মৃত্যু পর্যন্ত তার পাশেই ছিলাম (৩৪ বছর)। জয় চলে যাওয়ার পর ড্রামার হিসেবে আমাদের সঙ্গে কাজ করেছেন মিল্টন আকবর, সুমন, রিয়াদ এবং সবশেষ লাইনআপে ছিলেন আইয়ুব বাচ্চু, স্বপন, মাসুদ, রোমেল এবং ম্যানেজার হিসেবে শামীম।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি ভাঙনের জন্য রোমেলকে দায়ী করে স্বপন বলেন, বাচ্চু ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর ব্যান্ড চলমান রাখার জন্য নানা সিদ্ধান্তে মতভেদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা, সবাই ব্যান্ড লিডার হতে চাওয়ার কারণেই দ্বন্দ্বের শুরু। একপর্যায়ে রোমেল আমাকে নিয়ে আলাদা হয়ে যায় মনোমালিন্যের কারণে। কিন্তু কেন আমি সরে আসলাম? তা কখনোই (আজ পর্যন্ত) শামীম, মাসুদ আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চায়নি! এলআরবি ভাঙনের অন্যতম কারিগর রোমেল।

এদিকে এলআরবি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং বেজ গিটারিস্ট স্বপনের নেতৃত্বে ব্যান্ডের নতুন লাইনআপও প্রকাশ্যে এসেছে। সেখানে ভোকাল হিসেবে যোগ দিয়েছেন ওয়ারফেইজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান। ত্রিকাল ব্যান্ডের সাবেক গিটারিস্ট পুষ্প ফেরদৌস এবং ড্রামসে যোগ দিয়েছেন শাহরিয়ার রফিক অমিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads