• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
সালমান শাহতে অনুপ্রাণিত হয়ে আজকের উদয় খান

ছবি : সংগৃহীত

শোবিজ

সালমান শাহতে অনুপ্রাণিত হয়ে আজকের উদয় খান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৯

একটা সময় ছিল যখন মানিকগঞ্জের ঝিটকাতে প্রচুর সিনেমার শুটিং হতো। সেই ঝিটকারই সন্তান আজকের ছোটপর্দার পরিচিত মুখ উদয় খান। উদয়ের মনে আছে, ঝিটকাতে তিনি সালমান শাহর ‘সুজন সখী’ সিনেমার শুটিং দেখেছিলেন। প্রিয় নায়কের শুটিং দেখেই তার মনে স্বপ্ন দানা বাঁধে সিনেমাতে অভিনয় করার। প্রিয় নায়ক একসময় পরপারে চলে যান। তার প্রতি ভালোবাসা রেখেই নিজের স্বপ্নকে বুকে লালন করে এগিয়ে যান তিনি।

একসময় বিএফডিসিতে ঘুরতে ঘুরতে পরিচয় হয় প্রয়াত পরিচালক মহম্মদ হাননানের সঙ্গে। তিনিই প্রথম উদয়কে একটি নাটকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। উদয় অভিনয় করেন হাননানের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘ও আমার চক্ষু নাই’তে। এরপর পরই তিনি মোতালেব হোসেনের নির্দেশনায় মান্নার সঙ্গে ‘দাপট’ সিনেমাতে কাজ করার সুযোগ পান। কিন্তু সিনেমায় খুব বেশি কাজ করতে না পারার কারণে আবারো নাটকে নিয়মিত হন তিনি। গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’সহ একই পরিচালকের অনেকগুলো নাটকে অভিনয় করেন তিনি। অভিনয় করেন এরপর সাদেক সিদ্দিকী, জাহাঙ্গীর আলম সুমন, কায়সার আহমেদ, মোহন খান, নজরুল কোরেশী, রহমতুল্লাহ তুহিনসহ আরো অনেক গুণী নির্মাতার নাটকে। একসময় মিউজিক ভিডিওর মডেল হিসেবেও দারুণ সাড়া পান তিনি।

বাংলা সিনেমার কালজয়ী গান ‘অন্তরও কাটিয়া দেবো কলিজা খুলিয়া দেবো’, ‘এই মন তোমাকে দিলাম’সহ আরো বেশকিছু গানের মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হন। গানগুলো অনুপম থেকে প্রকাশিত হয়। মাইনুল হোসেন খোকনের নির্দেশনায় গানগুলোতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে উদয় এন্ড্রু কিশোর, আসিফ, মনির খান, উদিত নারায়ন-আঁখি আলমগীরের গানে মডেল হয়েছেন। খায়রুল আলম সবুজের নাট্যদল ‘থিয়েটার তোপখানা’র হয়ে ‘তোতারাম’ নাটকে অভিনয় করেও আলোচিত হয়েছেন। পরে নাট্যদল ‘সড়ক’র হয়ে ‘ব্যাচেলর’, ‘হ্যালোসিনেসন’,‘শয়তান’ এবং পথনাটক ‘বিবিসাব’-এ অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান তিনি। উদয় অভিনীত এফ জামান তাপস পরিচালিত ‘হলো না তোমাকে পাওয়া’। এতে তার সহশিল্পী ছিলেন ফারজানা রিক্তা। উদয় নিয়মিত অভিনয় করছেন এটিএন বাংলায় প্রচার চলতি মোহন খানের ‘নীড় খোঁজে গাঙচিল’ এবং সাঈদ তারেকের ‘লাইফ পার্টনার ডটকম’। এছাড়াও জাহাঙ্গীর আলুম সুমনের ‘ডিবি’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। ১৯৭৭ সালের ১২ জুন জন্ম নেওয়া উদয়ের বাবা মো. আবদুল হাই মিয়া, মা রওশন আরা বেগম।

উদয় বলেন, ‘যে স্বপ্ন আর আশা নিয়ে মিডিয়াতে কাজ শুরু করেছিলাম সেই স্বপ্ন আর আশা কিছুটা পূরণ হয়েছে। এখনো সেই স্বপ্নে দেখা পথেই হাঁটছি। আমার অভিনয়ে অনুপ্রেরণা প্রিয় নায়ক সালমান শাহ। হয়তো এভাবে হাঁটতে হাঁটতে একদিন অভিনয়কে ঘিরে আমার স্বপ্ন পূরণ হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads