• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

শোবিজ

কুমার অশোক মোশাররফ করিম

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ অক্টোবর ২০১৯

কুমোর বা মৃত্তিকাশিল্পী অশোক খুব মনোযোগ দিয়ে মূর্তি বানান। তাই তার কাজ হিন্দু সম্প্রদায়ের কাছে বেশ সমাদৃত। এদিকে সে অঞ্চলের ধনাঢ্য পরিবারের মেয়ে অলকাকে সে ভালোবাসে। কিন্তু অলকা তাকে পাত্তা দেয় না। এরই মধ্যে এলাকার সাধন অশোকের কাছে আসে তার ভালোবাসার মানুষের ছবি নিয়ে একটি মূর্তি বানিয়ে দেওয়ার জন্য। হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে তিনি মূর্তি বানিয়ে রেখে দেবে চোখের সামনে। কিন্তু অশোক কোনোভাবেই সেই মূর্তি বানাতে পারেন না। যা বানান তা অলকার মতো হয়ে যায়।

এমন গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক ‘পুতুলের সংসার’। সম্প্রতি মুন্সিগঞ্জের শ্রীনগরের একটি পালবাড়িতে নাটকটির শুটিং হয়। মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় এর চিত্রনাট্য করেছেন সেরনিয়াবাত শাওন। মাসুদ আল জাবেরের পরিচালনায় নাটকটিতে অশোক চরিত্রে মোশাররফ করিম, অলকার চরিত্রে মিম মানতাসা, কল্যাণীর চরিত্রে নুসরাত জান্নাত রুহী ও সাধনের চরিত্রে ওয়াহিদ ইকবাল মার্শাল অভিনয় করেছেন। নাটকটিতে আরো আছেন জাহাঙ্গীর ও চাঁদনী। এটি পূজার বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads