• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

শোবিজ

শুভ জন্মদিন প্রিয়দর্শিনী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৯

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম রাখেন ‘প্রিয়দর্শিনী’। ইন্দিরা গান্ধীকে ‘প্রিয়দর্শিনী’ হিসেবে আখ্যায়িত করা সেই বিশেষণটিই বহুবছর পর আবার ফিরে আসে বাংলাদেশের চলচ্চিত্রের গর্ব চিত্রনায়িকা মৌসুমীর নামের আগে বিশেষায়িত হয়ে। প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন মৌসুমীকে ‘প্রিয়দর্শিনী’ বিশেষণে বিশেষায়িত করেন প্রথম। সেই প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আজ। এবারের জন্মদিনটি নিজের পরিবারের সঙ্গে একান্তেই কাটবে বলে জানান মৌসুমী। সকালে কিছুটা সময় এতিমদের সঙ্গে কাটাবেন বলে জানান তিনি। বাকিটা সময় পরিবারের সঙ্গে।

মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন। সুন্দর একটি পরিবারে জন্ম নিয়েছি। স্বামী, সন্তানদের নিয়ে বেশ সুখে আছি। জীবন চলার পথে প্রতিটি মুহূর্তে আমি আমার বাবা-মাকে অনুভব করি। এবারের জন্মদিনে আম্মা পাশে নেই, আম্মাকে তাই খুব মিস করব। আমার স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ফাইজাকে নিয়ে এবারের জন্মদিন একেবারেই একান্তে কাটাব। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’

গত ২৫ অক্টোবর শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আমাকে ঘিরে আমার ভক্ত দর্শকের প্রত্যাশা পূরণ হয়নি। আমার জন্য তারা মনে কষ্ট পেয়েছেন। তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা যে, তারা তাদের ভালোবাসা নিয়ে আমার পাশে ছিলেন। জীবনের বাকিটা সময় সবার এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।’

এদিকে নির্বাচনী প্রচারণায় সময় মৌসুমী ‘অর্জন ৭১’ সিনেমার শুটিং করছিলেন। তবে আবার কবে এই সিনেমার কাজ শুরু করবেন তার কোনো চূড়ান্ত শিডিউল এখনো দেননি তিনি। এদিকে আফতাব বিন তমিজের নির্দেশনায় প্রিয়দর্শিনী মৌসুমী নতুন একটি বিজ্ঞাপনেও কাজ করার কথা রয়েছে। প্রয়াত অমর নায়ক সালমান শাহর সঙ্গে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় রেশমী চরিত্রে অভিনয় করে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে ঠাঁই করে নিয়েছিলেন। সেই থেকে আজ অবধি মৌসুমী তার অভিনয় দিয়েই দর্শক হ‍ৃদয়ের মন জয় করে চলেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads