• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

একই নাটকে জাহিদ হাসান ও শায়লা সাবি!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ নভেম্বর ২০১৯

দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ও নাটকের নন্দিত অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে ‘কীভাবে ধনী হবেন’ নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী শায়লা সাবি। শফিকুর রহমান শান্তনুর রচনায় ও মাহমুদ হাসান রানার পরিচালনায় তারা দুজন ‘কীভাবে ধনী হবেন’ নাটকে অভিনয় করেছেন। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে গেলো শুক্র ও শনিবার  রাজধানীর উত্তরার আনন্দবাড়ি ও মন্দিরা শুটিং হাউজে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘শান্তনু নাট্যকার হিসেবে এখন বেশ ভালো করছে। তার গল্পগুলোতে একটি  মেসেজ থাকে। কীভাবে ধনী হবেন নাটকেও ঠিক তাই আছে। যে কারণে কাজটি করতে বেশ ভালো লেগেছে। আর শায়লা সাবি এই প্রজন্মের একজন অভিনেত্রী। তার মধ্যে অভিনয়টা ভালোভাবে করার চেষ্টাটা আছে। দৃশ্যধারণের আগে স্ক্রিপ্ট হাতে নিয়ে ভালোভাবে চরিত্রটি বুঝে নেওয়া, সংলাপগুলো আয়ত্তে আনার চেষ্টাটা আছে। মূলকথা একজন মনোযোগী অভিনেত্রী। এই ধারাবাহিকতটা বজায় থাকলে ভবিষ্যতে সে ভালো করতে পারবে।’ শায়লা সাবি বলেন, ‘জাহিদ ভাই আমাদের দেশের একজন বরেণ্য অভিনেতা। তার সঙ্গে অভিনয় করতে পারাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তিনি শুধু একজন অভিনেতাই নন, একজন অভিভাবকও বটে। শুটিং-এর সময় তিনি যেভাবে সহযোগিতা করেন তা সত্যিই অতুলনীয়। এত সিনিয়র এবং অভিজ্ঞতাসম্পন্ন একজন অভিনেতা হয়েও যে সহজ এবং স্বাভাবিক তিনি থাকেন তা সত্যিই প্রশংসনীয়। কীভাবে ধনী হবেন-এ জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ জানা যায়, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য, জাহিদ হাসান সম্প্রতি হায়দার হোসেনের গানে মডেল হিসেবে কাজ করেছেন। মিউজিক ভিডিওটির নির্দেশনায় দিয়েছেন তিনি নিজেই। গানটিতেও কোরিওগ্রাফার হিসেবে ছিলেন সাদিয়া ইসলাম মৌ ও তান্না। এতে জাহিদ হাসানের বিপরীতে ছিলেন নাবিলা। জাহিদ হাসান অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবারের বিকেল’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এদিকে শায়লা সাবি এরই মধ্যে তাহসান খানের বিপরীতে শেষ করেছেন মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় ‘কল্পতরুর গল্প’ নাটকের কাজ। শেষ করেছেন একই পরিচালকের নির্দেশনায় ‘ব্যঞ্জনবর্ণ’ নাটকের কাজ। এতে সাবির বিপরীতে আছেন মোশাররফ করিম। অনন্য ইমন পরিচালিত ‘জুতার দোকান’ নাটকে সাবির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। নাটকটি ইউটিউবে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads