• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

দেখা হয়ে গেল তাদের

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৯

রাজধানীর উত্তরার দুটি ভিন্ন শুটিং হাউজে চলছিল নজরুল ইসলাম রাজু ও সাখাওয়াত মানিক পরিচালিত দুটি ভিন্ন নাটকের শুটিং। নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ ধারাবাহিকের শুটিং করছিলেন সমাপ্তি ও মৌসুমী হামিদ এবং সাখাওয়াত মানিক পরিচালিত খণ্ড নাটক ‘মাগো আমি বিদেশ যাবো’তে শুটিং করছিলেন শামীম হাসান সরকার ও পায়েল। একটি সময় শুটিংয়ে প্রয়োজনে দুটি নাটকেরই শুটিং একই হাউজে করতে হয়। আর সেখানেই এই চার শিল্পী সমাপ্তি, মৌসুমী হামিদ, শামীম হাসান সরকার ও পায়েলের দেখা হয়ে যায়। শুটিং হাউজে উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক গোলাম সাব্বির। তিনি তার ক্যামেরায় এই চারজনকে ফ্রেমবন্দি করেন তাৎক্ষণিক। ‘ঘরে বাইরে’ ধারাবাহিকটি মাছরাঙা টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। আগামী জানুয়ারিতেই নাটকটির প্রচার শেষ হবে।

এই নাটকে সমাপ্তি ও মৌসুমীর অভিনয় প্রসঙ্গে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘সমাপ্তি এবং মৌসুমী দুজনই আমার এই নাটকে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। নির্মাতা হিসেবে আমি আমার অবস্থান থেকে তাদের কাজ নিয়ে সন্তুষ্ট। আমার বিশ্বাস তারাও এই নাটকে কাজ করে বেশ সাড়া পেয়েছেন। কারণ যাদের নিয়ে আমি কাজ করি তাদের অভিনয়কে ভালোবাসেই তাদের প্রতি আস্থা রেখেই আমি কাজ করি। এটা সত্য যে, আমি হয়তো উৎসাহ বা অনুপ্রেরণা দিতে পারি না। কিন্তু আমার দৃশ্যধারণের সময়ই শিল্পীরা বুঝে নেন আমি তাদের কাজে কতটা সন্তুষ্ট থাকি।’

নির্মাতা সাখাওয়াত মানিক বলেন, ‘আমার “মাগো আমি বিদেশ যাবো” নাটকটির গল্প একেবারেই অন্য রকম। এই নাটকে চরিত্রের প্রয়োজনেই শামীম এবং পায়েলকে নিয়ে কাজ করা। দুজনই বেশ চমৎকার অভিনয় করেছেন। মায়ের চরিত্রে মিঠু আপা দুর্দান্ত অভিনয় করেছেন। এই কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

শিগগিরই ‘মাগো আমি বিদেশ যাবো’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তীতে একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। এদিকে কিছুদিন আগে পায়েল অভিনীত ‘ইন্দুবালা’ সিনেমাটি মুক্তি পায়। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। শামীম হাসান সরকার অভিনীত রুমেল পরিচালিত ‘জবান’ নাটকটি এরই মধ্যে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে। এতে শামীম হাসানের অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। এই নাটকে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিন। নজরুল ইসলাম রাজুর ‘ঘরে বাইরে’ ধারাবাহিকে আরো অভিনয় করছেন অপূর্ব, মমসহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads