• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

বঙ্গবন্ধুকে নিয়ে পারভেজের গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৯

আগামী বছরের মার্চ থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন। আর এই উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে অনেকেই গান গাইছেন। সেই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী পারভেজ। অনেক জনপ্রিয় গানের গীতিকবি ও সুরকার শোয়েব চৌধুরীর কথা ও সুরে পারভেজ বঙ্গবন্ধুকে নিয়ে ‘তোমাকে জানাই সালাম’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন গত বৃহস্পতিবার সন্ধ্যায়। রাজধানীর নিকেতনের ক্রাউন ডিজিটাল স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়। সংগীতায়োজন করেছেন এরফান টিপু।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পারভেজ বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিতে পেরেছি। তা-ও আবার তার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে। এমন সুযোগ হয়তো জীবনে একবারই আসে। আমি ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি শোয়েব চৌধুরী ভাইয়ের কাছে। তার কাজ করা খুব কঠিন। আর বিশেষত বলতে চাই, আমি আমার অল্পদিনের সংগীতজীবনের অনেক গানই করেছি। কিন্তু আমাদের জাতির পিতাকে নিয়ে গান গাইতে গিয়ে গানের কথার মধ্যে বঙ্গবন্ধুকে সুরের মধ্য দিয়ে ভীষণভাবে আমি যে অনুভব করেছি, উপলব্ধি করেছি তা আসলে ভাষায় প্রকাশের নয়। বঙ্গবন্ধু আমাদের জাতির জন্য যা করে গেছেন তা সারা জীবন অশ্রুবন্দনা করলেও তার ঋণ শেষ হবে না। তার কাছে এই জাতি ঋণী। তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। একজন শিল্পী হিসেবে তাকে নিয়েও লেখা গানে কণ্ঠ দিতে পেরেও আমি ভীষণ সম্মানিত বোধ করছি।’

এদিকে পারভেজ নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ তিনি রাজধানীর তিতুমীর কলেজে, ২৯ ডিসেম্বর ময়মনসিংহে, ৩০ ডিসেম্বর ঢাকায়, ৩ জানুয়ারি গাজীপুরে, ৫ জানুয়ারি কিশোরগঞ্জসহ টানা স্টেজ শোতে তার ব্যস্ততা রয়েছে। এদিকে সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ওআইসির ৫০ বছর পূর্তিতে বিশ্বের ৫০টি দেশের সুফি ব্যান্ড ফেস্টিভালে পারভেজ ও তার ব্যান্ডদল সুফিয়ানা অংশগ্রহণ করে। পারভেজের ভাষ্যমতে, সেখানকার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিশেষ অনুরোধে টানা চার দিনই তাকে ও তার ব্যান্ডদলকে সংগীত পরিবেশন করতে হয় প্রত্যেকটি ভেন্যুতে যা আর অন্য কোনো দলের ক্ষেত্রে হয়নি। আর এতে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পী হিসেবে বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যান পারভেজ। পারভেজের সর্বশেষ গান ‘ফোক মাশাপ’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। মাত্র কিছুদিনেই গানটি প্রায় সাত লাখ ভিউয়ার্স গানটি উপভোগ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads