• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
‘ইত্যাদি’র পুনঃপ্রচার রোববার

সংগৃহীত ছবি

শোবিজ

‘ইত্যাদি’র পুনঃপ্রচার রোববার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০২০

আগামীকাল রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে রূপগঞ্জ উপজেলার মুর্শিদাবাদের হাজার দুয়ারী প্রাসাদের অনুকরণে নির্মিত মুড়াপাড়া জমিদার বাড়িতে ধারণ করা ‘ইত্যাদি’। বর্তমানে এটি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে পরিচিত। বর্ণিল আলোয় সাজানো এই জমিদার বাড়ির সামনে হাজারো দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৪ সালের জানুয়ারি মাসে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি প্রতিবেদন। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির ওপর রয়েছে একটি মানবিক প্রতিবেদন। যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীরা একা একা কোথাও যেতে পারে না বলে তাদের বিনোদনের পথও সীমাবদ্ধ। ব্রেইল পদ্ধতিতে বিনোদনমূলক বই তাদের সেই অভাব অনেকাংশে পূরণ করতে পারে। আর এর ওপরই এবারের ইত্যাদিতে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। মোফাজ্জেল হোসেন পলাশের দুর্লভ বেতারযন্ত্র সংগ্রহের ওপর ছিল আর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এছাড়া ২০১৩ সালের ২৯ নভেম্বর ইত্যাদিতে প্রচারিত প্রতিবন্ধী মোহাম্মদ মহিউদ্দিনের চাকরি প্রাপ্তির ওপর একটি ফলোআপ প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রুপু।

নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, দর্শক পর্ব ও চিঠিপত্র পর্ব। এছাড়া এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads