• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

ফারুকীর সিনেমার শুটিং হবে ভারতে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করছেন ‘নো ল্যান্ডস ম্যান’ নামের সিনেমা। এরই মধ্যে ছবিটির ৮৫ ভাগ শুটিং শেষ হয়েছে নিউ ইয়র্ক ও সিডনিতে। শেষ ১৫ ভাগের শুটিং শুরু হবে চলতি মাসেই।

জানা গেছে, এবার ভারতের বিভিন্ন লোকেশনে চলবে এ চলচ্চিত্রের দৃশ্যায়ন। এরপর পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে খুব দ্রুত মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সম্প্রতি গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন পরিচালক ফারুকী।

এদিকে সিনেমাটির অভিনেতা ও সহ-প্রযোজক নওয়াজউদ্দিন সিদ্দিকীও এক টুইট বার্তায় জানিয়েছেন, নিউ ইয়র্ক ও সিডনিতে ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমার শুটিং শেষ হয়েছে। প্রাণবন্ত একটি ইউনিটের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে বলেও ভক্তদের জানান তিনি।

এই সিনেমায় আরো অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান রহমান খান। ছবির সঙ্গে জড়িয়ে আছেন নুসরাত ইমরোজ তিশাও। তিনি এই ছবির একজন প্রযোজকও।

যৌথভাবে সিনেমাটি আরো প্রযোজনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, শ্রীহারি শেঠ ও বাংলাদেশের বঙ্গ। ইংরেজি ভাষার ছবি ‘নো ল্যান্ডস ম্যান’- এ দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads