• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

মার্শাল-অ্যানির ক্লাইমেক্স

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ জানুয়ারি ২০২০

গেল বছর ‘আরেকটি প্রেমের গল্প’, ‘পুতুলের সংসার’, ‘ভুল কাব্য’, ‘ইন্টারভিউ : স্বপ্নের স্কুল’, ‘ক্যাসিনো’, ‘যে পাখির ডানা নেই’, ‘বোকাসোকা তিনজন’ নাটকগুলো যারা দেখেছেন, তারা মার্শালের অভিনয়ে মুগ্ধ হয়েছেন। কারণ এসব নাটকে মার্শাল নিজেকে আগের চেয়ে অনেক ভেঙে নতুন করে উপস্থাপন করেছেন। একটা চ্যালেঞ্জ নিয়েই মার্শাল নতুন বছরে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। অতীতের ভুলত্রুটিগুলো শুধরে নিয়ে নিজেকে অভিনয়ে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায় ২০২০ যেন তার কাছে এমনই একটা চ্যালেঞ্জ।

নতুন বছরের শুরুতেই তাই মার্শাল একটি চমৎকার গল্পের নাটকে অভিনয়ের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘ক্লাইমেক্স’। নাটকটির গল্প ভাবনা ওয়াহিদ ইকবাল মার্শালের এবং রচনা করেছেন দয়াল সাহা। নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। মার্শাল জানান, এটি একটি জীবন ঘনিষ্ঠ নাটক। নাটকের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক আগ্রহ নিয়ে নাটকটি দেখবেন এমনই আশাবাদ পরিচালকের। নাটকটিতে মার্শালের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী অ্যানি খান।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মার্শাল বলেন, ‘ক্লাইমেক্স নাটকটির গল্প জীবন থেকে নেওয়া। এর আগেও আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি। তবে এই নাটকে আমার চরিত্রটি একটু বেশিই চ্যালেঞ্জিং। সজীব মাহমুদ তরুণ মেধাবী নির্মাতা। অনেব যত্ন নিয়ে তিনি নাটকটি নির্মাণ করেছেন। আমার সহশিল্পী ছিলেন অ্যানি খান। এর আগেও তার সঙ্গে অভিনয় করেছি। তবে এই নাটকে আমাদের রসায়নটা বেশ জমে উঠেছিল। যে কারণে কাজটির মধ্যে একটা অন্যরকম প্রাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস।’

অ্যানি খান বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি গল্পের ভেতরে প্রবেশ করে আমার চরিত্রটি লালন করে তাতে অভিনয় করতে। সর্বোচ্চ আন্তরিকতা নিয়েই আমি অভিনয় করি। কারণ অভিনয়ই আমার পেশা। তাই পূর্ণ মনোযোগ দেওয়ারই চেষ্টা করি। ক্লাইমেক্স নাটকটির গল্পটা দর্শকের ভালোলাগবে আশা করছি।’

নাটকে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, মুকিত জাকারিয়া, তারিক স্বপন, রেশমী। নির্মাতা জানান শিগগিরই নাটকটি বাংলা ভিশনে প্রচার হবে। মার্শাল জানান শিগগিরই তিনি একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে এ ব্যাপারে আপাতত কিছু জানান দিতে পারছেন না তিনি। এদিকে অ্যানি খান শেষ করেছেন আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’ ধারাবাহিক নাটকের কাজ। অ্যানি এরই মধ্যে আরো শেষ করেছেন আ খ ম হাসানের বিপরীতে ‘বউ বাজি’ নাটকের কাজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads