• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
গণ্ডি ও সুবর্ণা মুস্তাফা

ফাইল ছবি

শোবিজ

গণ্ডি ও সুবর্ণা মুস্তাফা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০২০

দীর্ঘ দুই বছর পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আগামী ৭ ফেব্রুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত আলোচিত ছবি ‘গণ্ডি’। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফখরুল আরেফিন খান। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনী ৫৫ ও ৬৫ বছর বয়সী দুই নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। তার আগে ৫ তারিখে হবে গণ্ডির প্রিমিয়ার। এর আগে ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদ পরিচালিত এ ছবিতে সুবর্ণা অভিনয় করেছিলেন আসয়া চরিত্রে। জেগে ওঠা চরকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের পরিণতির গল্প উঠে এসেছে এই চলচ্চিত্রে। এতে সুবর্ণা একপক্ষের প্রধানের ভূমিকায় দুর্দান্ত চরিত্রে অভিনয় করেন। চরিত্রটির জন্য ২০১৭ সালের সেরা পার্শ্বঅভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এর আগে গত বছর সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক একুশে পদকেও ভূষিত হন তিনি।

আশির দশকে দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী সুবর্ণা মোস্তফা। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের আঙিনায় মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই কিংবদন্তি অভনেত্রী। অভিনয় জগতের এই উজ্জ্বল নক্ষত্রকে নাট্যজগতের অনেকেই আইকন মানেন।

সম্প্রতি ৬০-এ পা দিয়েছেন এই তারকা। গেল বছরে সুবর্ণা মুস্তাফার ক্যারিয়ারে যুক্ত হয়েছে কয়েকটি সাফল্যের পালক। অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য গেল বছরেই একুশে পদকে ভূষিত হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর ঢাকা থেকে সংরক্ষিত নারী আসনে হয়েছেন আওয়ামী লীগের এমপি। শুধু তা-ই নয়, তথ্য মন্ত্রণালয় কর্তৃক ‘গহীন বালুচর’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

এই তারকা প্রথমে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক ঘটে তার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। তবে আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে। ওই নাটকে আসাদুজ্জামান নূরের করা কালজয়ী চরিত্র বাকের ভাইয়ের নায়িকা মুনা চরিত্রে অভিনয় করেছিলেন সুবর্ণা। সেই চরিত্র দিয়ে তিনি বাজিমাত করেছিলেন। তারপর নিয়মিতভাবেই তাকে হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে দেখা যায়। তার মধ্যে দারুণ জনপ্রিয়তা পায় ‘আজ রবিবার’ নাটকটি।

সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৮০ সালে বড়পর্দায় সুবর্ণার অভিষেক ঘটে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে সাফল্য পেলেও তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। কিছু জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রে তার উপস্থিতি দেখা গেছে। তবে মূলধারার কিছু সিনেমায়ও তার উপস্থিতি লক্ষণীয়। আর ১৯৯২ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত মুস্তাফিজুর রহমানের ‘শঙ্খনীল কারাগার’ ছবি দিয়েও দর্শকদের মনে দোলা দিয়েছিলেন তিনি। সেখানে আসাদুজ্জামান নূর ও ডলি জহুরের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন সুবর্ণা। ‘নয়নের আলো’ সিনেমায় তার অভিনয় সব শ্রেণির দর্শককে নাড়া দিয়েছিল। ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads