• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

প্রশংসিত শাকিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২০

মিউজিক ভিডিওর মডেল হিসেবেই সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন শাকিলা পারভীন। পাশাপাশি টিকটকেও দারুণ জনপ্রিয় তিনি। এরই মধ্যে নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন শাকিলা পারভীন। যে গানে মডেল হয়ে শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সেটি হচ্ছে জিসান খান শুভর লেখা ও সুর করা, অয়ন চাকলাদারের সংগীতায়োজনে মাহাদি সুলতানের গাওয়া ‘তোর মনপাড়ায়’ গানটিতে মডেল হয়ে।

গানটি ২০১৮ সালের জুলাই মাসে পাম্মি মাল্টিমিডিয়ায় প্রকাশের পর থেকে বেশ সাড়া ফেলেছে। এখনো প্রতিনিয়ত শ্রোতা দর্শকেরা গানটি উপভোগ করছেন। এরই মধ্যে শাকিলা অভিনীত এই গানটি সাত কোটি সতেরো লাখেরও বেশি শ্রোতা দর্শক উপভোগ করেছেন। নিজের মিউজিক ভিডিওর সাত কোটিরও বেশি শ্রোতা দর্শক উপভোগ করায় ভীষণ উচ্ছ্বসিত শাকিলা। আবার তার অভিনীত আরেকটি জনপ্রিয় গানও এর মধ্যে দুই কোটিরও বেশি শ্রোতা দর্শক উপভোগ করেছেন। গানটি হচ্ছে মেরাজ তুষারের ‘তুই ভালো না মেয়ে’।

গানটি লিখেছেন, সুর করেছেন এবং গেয়েছেন মেরাজ তুষার। সংগীতায়োজন করেছেন মেরাজ তুষার ও আর জয়। এই গানটি প্রকাশিত হয়েছে পাসওয়ার্ড অ্যান্টারটেইনম্যান্টে।

নিজের দুটি মিউজিক ভিডিওর একটি সাত কোটি এবং আরেকটি দুই কোটি হওয়া প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘সত্যি বলতে কি দুটি গানের যে এত ভিউয়ার্স হবে তা কল্পনাও করতে পারিনি। বিশেষত তোর মনপাড়ায় গানটি এত বেশি সাড়া ফেলবে তা ভাবনাতেই ছিল না। কিন্তু দিন দিন গানটির জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। পাশাপাশি তুই ভালো না মেয়ে গানটিও শ্রোতা দর্শকের কাছে দিন দিন ভালো লাগা বেড়েই চলেছে। দুটি গানে মডেল হয়ে ভীষণ সাড়া পেয়েছি। প্রতিনিয়তই দর্শক-শ্রোতাদের কাছ থেকে সাড়া পাই। মিউজিক ভিডিও যে আমাকে এতটা সাফল্য এনে দেবে ভাবিনি আমি। দুটি গানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

শাকিলা পারভীন প্রথম নাটকে অভিনয় করেন ‘সেকেন্ড হাজব্যান্ড’ নাটকে। এতে তার সহশিল্পী ছিলেন মীর সাব্বির। নাজমুস সাদাতের নির্দেশনায় ‘তথ্য আপা’ তথ্যচিত্রেও অভিনয় করে প্রশংসিত হন। জি-সিরিজ থেকে প্রকাশিত বেলাল খানের গাওয়া ‘আবার বাজি’ গানটিতেও মডেল হয়ে প্রশংসা কুড়িয়েছেন শাকিলা পারভীন। এরই মধ্যে গানটি ১৬ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। এ গানটি লিখেছেন জীবন মাহমুদ। সুর বেলাল খানের এবং সংগীতায়োজন করেছেন মার্সেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads