• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

বসন্তের গান নিয়ে ইউসুফ-লুইপা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২০

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আবার একই দিনে এবার পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্ত শুরু। তাই বসন্তের প্রথম প্রহরেই অর্থাৎ মাঘ মাসের শেষ দিনে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় আরটিভিতে এ প্রজন্মের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান ও জিনিয়া জাফরিন লুইপাকে নিয়ে ‘এই রাত তোমার আমার’-এর বিশেষ পর্ব সাজানো হয়েছে ফাল্গুনের গান নিয়ে। ইউসুফ গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া সেই বিখ্যাত গান ‘বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে’ ও শিবাজী চ্যাটার্জির ‘ফুলেতে ধন্য ফাগুন’। অন্যদিকে লুইপা গেয়েছেন শুভমিতার গাওয়া ‘তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া’ ও সুমন কল্যাণপুরের ‘মনে করো আমি নেই’ গান দুটি। ইউসুফ ও লুইপাকে নিয়ে বিশেষ এই আয়োজনের রেকর্ডিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে আরটিভির বেঙ্গল স্টুডিওতে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন দিঠি আনোয়ার।

ইউসুফ আহমেদ খান বলেন, সবাইকে অগ্রিম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। শ্রোতা-দর্শকের ভালো লাগার মতো দুটি গান গেয়েছি আমি। চেষ্টা করেছি ভালোভাবে গাইতে। কিন্তু কতটুকু ভালোভাবে তা করতে পেরেছি তা শ্রোতা-দর্শকই ভালো বলতে পারবেন। ‘বসে আছি পথ চেয়ে’ গানটি এর আগে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানে গাইলেও ‘ফুলেতে ধন্য ফাগুন’ গানটি নতুন করে তুলে গানটি গাইতে হয়েছে। তবে যারা শ্রদ্ধেয় যন্ত্রশিল্পী ছিলেন তারা ভীষণ সহযোগিতা করেছেন।

লুইপা বলেন, আর কয়েকদিন পরেই সবার প্রিয় বসন্তু শুরু হতে যাচ্ছে। ভালো লাগছে এবার একই দিনে ভালোবাসা দিবস আবার একই দিনে বসন্তেরও শুরু। সবাইকে বসন্তের অগ্রিম শুভেচ্ছা। আর দর্শক শ্রোতার কাছে অনুরোধ থাকবে বসন্তের বিশেষ গান নিয়ে ‘এই রাত তোমার আমার’-এর বিশেষ আয়োজন দেখার জন্য। যে দুটি গান গেয়েছি দুটি গানই আমার বেশ প্রিয়। চেষ্টা করেছি মনের মতো গাইতে।

এদিকে ইউসুফ আহমেদ খান তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওয়াই বিটস’ নিয়েও ব্যস্ত রয়েছেন। এই চ্যানেলে নতুন নতুন গান প্রকাশের জন্য তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন। এই চ্যানেলে প্রথম তারই গাওয়া ‘অলস সময় ভাবছি তোমায়’ গানটি দিয়ে চ্যানেলের যাত্রা শুরু হয়। গানটিতে ইউসুফের গায়কী শ্রোতা দর্শককে ভীষণ মুগ্ধ করে। এদিকে গত ৭ ফেব্রুয়ারি লুইপা সুনামগঞ্জ শহরে সরকারি কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীত পরিবেশন করেছেন। সেখান থেকে তিনি সেদিন রাতেই ময়মনসিংহ ফিরে আসেন। গতকাল তিনি ময়মনসিংহ ক্যান্টনম্যান্টে সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads