• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

পুরনো গানেই আত্মার খোরাক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

প্রতিনিয়ত গান প্রকাশ হলেও হূদয় ছুঁয়ে যাওয়ার মতো গান আর এখন হচ্ছে না। খোলসের আবরণেই যেন তৈরি হচ্ছে এ সময়ের গানগুলো। প্রাণ না থাকায় শ্রোতারা যেমন নতুন গান গ্রহণ করছেন না, শিল্পীরাও তেমন নতুন গানে ভরসা না পেয়ে নির্ভরশীল হচ্ছেন পুরনো গানে। নতুন গান নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা হলেও শ্রোতামহলে যেন ভাবের কোনো পরিবর্তন আসেনি। পুরনো গান শুনেই মনের খোরাক জোগাচ্ছেন তারা। পুরনো গানের কদর থাকায় কালজয়ী গানগুলোর নতুন সংগীতায়োজনে উপস্থাপিত হচ্ছে দর্শক-শ্রোতাদের কাছে। সেই সাথে থাকছে গানের ভিডিও। গানের মূল জায়গা কনসার্টেও পুরনো গান দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখছেন কণ্ঠশিল্পীরা। শিল্পীর সঙ্গে দর্শকরাও কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠেন সেই সব পুরনো গান। যুগের পর যুগ পেরিয়ে এ সময়ে এসেও নতুন হয়ে আছেন পুরনো গানগুলো। অথচ এখানকার আলোচিত গানগুলো হারিয়ে যায় মাত্র কয়েক বছরের ব্যবধানে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান সম্প্রতি মন্তব্য করেন, কনসার্টে গাইতে গেলে আমরা যে এনার্জি পাই তা আর কোথাও হয় না। তা ছাড়া কনসার্টের মাধ্যমেই পুরনো গান বেঁচে থাকে। আমি অবাক হই আমার ২০ বছর আগের গানও দর্শক প্রতিটি লাইন মুখস্থ রেখেছে। তারা আমার সঙ্গে গলা মেলায়। সময়ের আরেক কণ্ঠশিল্পী লুইপা বলেন, ‘কনসার্টে দর্শকরা সব সময়ই পুরনো গান শুনতে চান। পুরনো গানের সব সময়ই একটা কদর থাকে। টিভি লাইভ প্রোগ্রামগুলোতেও দর্শকদের অনুরোধ থাকে পুরনো গানের।’

টেলিভিশনের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও ব্যবহূত হচ্ছে পুরনো গান। পুরনো গান গেয়েই খ্যাতি পাচ্ছেন এ সময়ের অনেক কণ্ঠশিল্পী। পুরনো গানের ব্যবহার চলছে চলচ্চিত্রেও। গত বছরের একমাত্র ব্যবসা সফল ছবি ‘পাসওয়ার্ড’ সিনেমায় ব্যবহূত হয়েছে প্রায় ১৯৯১ সালের সাড়া জাগানো ‘পাগল মন’ গানটি। সে সময় এই গানটি কণ্ঠে তুলে দেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান লোকগানের শিল্পী দিলরুবা খান। প্রায় ২৮ বছর পর অন্য আবহে কণ্ঠ দিয়েছেন অশোক সিং। লিংকনের সংগীতায়োজন সিনেমায় ঠোঁট মিলিয়েছেন শাকিব-বুবলী। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল জাফর ইকবাল ও ববিতার ‘অবুঝ হূদয়’ চলচ্চিত্র। আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা-সুরে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া এই ছবির অন্যতম গান ‘তুমি আমার জীবন’।

এ গানটি নতুন রূপে ব্যবহূত হয়েছে সদ্য মুক্তি পাওয়া ‘বীর’ ছবিতে। এ গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। নতুন করে এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন আকাশ। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল।

‘আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন’-শ্রোতাপ্রিয় এই গানটি ‘আমি সেই মেয়ে’ ছবিতে গেয়েছিলেন ভারতের কণ্ঠশিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি।

সম্প্রতি সেই গানটি আবার নতুন করে গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর ও ঝিলিক। এর সংগীতায়োজনও করেছেন কিশোর। অনুপম রেকর্ডিং মিডিয়া থেকে এ গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে ১৩ ফেব্রুয়ারি। কিশোর বলেন, ‘তুমুল জনপ্রিয় একটি গান নতুন করে গাইলাম আমি ও ঝিলিক। চেষ্টা করেছি নিজেদের শতভাগ দিয়েই গানটির কাজ করার। গানটি শুনতে শুনতে শ্রোতারা পুরনো দিনে ফিরে যাবেন। আমার বিশ্বাস সব শ্রেণির শ্রোতার কাছে গানটি গ্রহণযোগ্য হবে।’

পুরনো একটি গান নতুন করে গাইবার কারণ প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘কিছু গান থাকে যেগুলো কেন জানি সব সময় গাইতে ভালো লাগে আর মনের মধ্যে গেথে থাকে। এটা ঠিক তেমনই একটা গান। আর ভালোবাসা থেকে নতুন করে গানটি গাওয়া।’

নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা অভিনয়ের বাইরে গানও করেন। সম্প্রতি ঈশিতা নিয়ে এসেছেন লাকী আখান্দের কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছেলে যাভীর দৌলা। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মঞ্জু আহমেদ। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

এদিকে, সিনিয়র শিল্পীরাও পুরনো গানকে গুরুত্ব দিচ্ছেন। কণ্ঠশিল্পী মনির খান তার নিজস্ব ইউটিউবে তার জনপ্রিয় গানগুলো প্রকাশ করছেন। ডলি সায়ন্তনী খুব শিগগিরই তার জনপ্রিয় দুটি গান পর পর দুই মাসে প্রকাশ করবেন।

চলতি বছর নতুন সংগীতায়োজনে আরও কিছু পুরনো গানও প্রকাশ করার পরিকল্পনা করেছেন। মনির খান বলেন, ‘আগের দিনের যেসব গান মানুষের মন জয় করে নিয়েছে সেসব গান ফিউশনের নামে টানাহেঁচড়া করে নষ্ট করা হচ্ছে। গান এখন শোনার পাশাপাশি দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে ঠিক। তবে এর ব্যবহারটা পরিশুদ্ধ হতে হবে। যারা অন্যের গানের ওপর ভর করে চলে, ধার করে গায়, নিজের স্বকীয়তা নেই, তারা ইউটিউবে যতই সচল থাকুক একদিন হারিয়ে যাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads