• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

শোবিজ

জনসচেতনতায় জ্যোতি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ মার্চ ২০২০

জ্যোতিকা জ্যোতি টিভি নাটকের এবং সিনেমার একজন ভার্সেটাইল অভিনেত্রী। তার জন্মের পর তার দাদি প্রেমদা সুন্দরী তার নাম রেখেছিলেন জ্যোতিকা। সেই জ্যোতিকাই আজকের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রজনীকান্ত ও প্রেমদা সুন্দরী দম্পতির ছেলে নিতাই পাল পুণ্য ও পূর্ণিমা পালের মেয়ে জ্যোতিকা জ্যোতি বহু বছর ধরে অভিনয়ের পথে হাঁটতে হাঁটতে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে করে নিজেকে একজন গুণী অভিনেত্রীতে পরিণত করেছেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ে জ্যোতিকা জ্যোতি প্রমাণ করেছেন অভিনয়ে তিনি সিদ্ধহস্ত। আর তাই গুণী শিল্পীদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামটিও চলে আসে অনায়াসে।

তবে সাম্প্রতিক সময়ে টিভি নাটকে অভিনয়ের চেয়ে জ্যোতি বেশি মনোযোগী হয়ে উঠেছেন সিনেমায় অভিনয়ে। জ্যোতি তার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই জনসচেতনতামূলক কাজের সাথে নিজেকে যুক্ত করেছিলেন। একজন শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি তা করেন। দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় শিশুশ্রম, স্বাস্থ্য, আয়কর, পাটসহ আরো নানান বিষয়ে সচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছেন জ্যোতিকা জ্যোতি। এ ধরনের কাজে একজন শিল্পী হিসেবে জ্যোতি বেশ আগ্রহ নিয়েই অংশ নিয়ে থাকেন।

গেল ২০ মার্চ জ্যোতি আবারো ঠিক তেমনি একটি সচেতনতামূলক কাজে অংশ নিয়েছেন। বছরের একটি নির্দিষ্ট সময়ে যে জাটকা ইলিশ এবং গর্ভবতী ইলিশ ধরা যে নিষেধ এবং জেলেরা যেন সেই সময়টাতে ভালো থাকে এই ব্যাপারে যে সরকার উদ্যোগ নিয়েছে সেই বিষয়ে জনসচেতনতামূলক তথ্যচিত্রে কাজ করেছেন জ্যোতিকা জ্যোতি। মৎস্য অধিদপ্তরের অধীনে এটি নির্মাণ করেছেন রবিন।

এবারের জনসচেতনতামূলক কাজটির স্লোগান হচ্ছে ‘মুজিব বর্ষে শপথ নেব, জাটকা নয় ইলিশ খাব’। এই সচেতনতামূলক কাজে জ্যোতির সঙ্গে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু ও ফজলুর রহমান বাবু।

জ্যোতিকা জ্যোতি বলেন, আমি অভিনয় জীবনের শুরু থেকেই এই ধরনের সচেতনতামূলক কাজে অংশ নিয়েছি। সেই কাজের ধারাবাহিকতারই অংশ এটি। সরকার যে জেলেদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সেটাও জেলেদের জানা দরকার। এই তথ্যচিত্রে সেই প্রচারণাটাও আছে। সত্যি বলতে কি, আমি জ্যোতিকা, খুব সচেতনভাবেই এই ধরনের সচেতনতামূলক কাজে আগ্রহ নিয়েই অংশগ্রহণ করি। কারণ এই দেশ আমার, এই মাটি আমার, এই দেশের মানুষ আমার আপনজন। তাদের সচেতন করার দায়িত্ব আমারই। নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।’

জ্যোতি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘মায়া’। এটি নির্মাণ করেছেন মাসুদ পথিক। মুক্তির অপেক্ষায় আছে নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’। অভিনয়ই যেহেতু জ্যোতির পেশা, তাই ভালো গল্পের সিনেমাতে কাজ করারই তার আগ্রহ প্রবল। যে ধরনের কাজ তার করা উচিত, সেই ধরনের কাজই তিনি করবেন এবং বেছে বেছে। পাশাপাশি নিজেও প্রোডাকশন নিয়ে ভাবনায় আছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads