• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

জয়ার প্রশ্ন?

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ অক্টোবর ২০২০

দেশজুড়ে প্রতিবাদ চলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনেকে মানববন্ধনও করছেন। এবার ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করে মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে জয়া লেখেন, ‘ছিঃ! কীভাবে এই দৃশ্যটি আমি দেখি! ফোনে ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্মম নিষ্ঠুর ভিডিও আমারই দেশে তৈরি, এ-ও বিশ্বাস করতে হবে?

আমারই কোনো বোনকে লাঞ্ছনায় নরকের অতলে পৌঁছে দিচ্ছে আমারই পাশের বাড়ির এক ছেলে, এ-ও আমাকে দেখতে হবে আমারই ভাইয়ের রক্তে ভেজা লাল-সবুজের দেশে?’

তিনি আরো লিখেছেন, ‘নিষ্পাপ শিশু, সরল আদিবাসী, বেড়াতে যাওয়া আনন্দিশ স্ত্রী, ঘরের কোণে সংসারী মা-সবাই হয়ে যাচ্ছে নরকের অঙ্গারে পোড়া ছবি। একের পর এক এই সর্বনাশা ঢেউ কোথায় ভাসিয়ে নিচ্ছে আমাদের? তাহলে কি মেনে নিতে হবে, ধর্ষণের অতিমারিই আমাদের গন্তব্য?

না। এই পরিণতি আমরা কখনোই মেনে নেব না। এ যদি পৌরুষ হয়, তাকে আমি বলি, ছিঃ। সবাই কণ্ঠ মিলিয়ে চিৎকার করে বলি, ছিঃ। আর তুমি এই হূদয়ে উঠে এসো, দুঃখিনী বোনটি আমার।’

জয়া আহসানের বয়স নিয়ে কম জল ঘোলা হয়নি। শোবিজে তার বয়স জানার জন্য অনেক সময় আলোচনাও হয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বয়স দেখানো হয়েছে ৪৪, কোথাও আবার সেটা ৪৬ বলা হয়েছে।

জয়া আহসান জানান, তার বয়স ৩৭ বছরের এক দিনও বেশি নয়। উইকিপিডিয়ায় তাকে নিয়ে যেসব তথ্য দেওয়া হয়েছে তার মধ্যে অনেক তথ্যই ভুল দেওয়া আছে।

এই বয়সেও জয়া যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন তা সচরাচর দেখা যায় না। ফলে ১৮ বছরের তরুণীদের চেয়েও জয়াকে বেশি আকর্ষণীয় মনে হয়। সাধারণত নারী তারকাদের উত্থান হয় ২০-এর কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির চরিত্রে। তবে জয়া ব্যতিক্রম! তার বয়স ৪৭ অথবা ৩৭ যাই হোক না কেন-এই মুহূর্তে দুই বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ জয়া আহসানই।

জয়া আহসান এর আগেও বলেছিলেন, ভুল তথ্য প্রচার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য সবার উদ্দেশ্যে অনুরোধ করছি। বিশেষ করে আমার কাজ যারা পছন্দ করেন, দায়িত্বশীল যেসব সাংবাদিক আমাকে নিয়ে দুই কলম লেখার মতো যোগ্য মনে করেন, তারা ভবিষ্যতে বিষয়টি সংবেদনশীলভাবে দেখবেন বলেই আশা করছি। প্রকৃত সত্য হলো, ৪৬ বছর আগে আমার বাবা-মায়ের বিয়ে তো দূরের কথা, দেখাও হয়নি।

বর্তমানে কলকাতার বেশ কিছু ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। ২০১৭ সাল থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে আসছেন জয়া। দুই বাংলাতেই নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন জয়া। আগে বাংলাদেশে সময় কাটালেও এখন বছরের বেশির ভাগ সময় কলকাতাতেই থাকেন এ তারকা। ওপারের ছবিতে ব্যস্ত থাকার কারণে এপার বাংলা ছবির পরিচালকরা শত অনুরোধ করেও জয়ার শিডিউল পাচ্ছেন না। এই বয়সে জয়ার এ রকম অপরিহার্যতা তার জনপ্রিয়তারই প্রকাশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads