• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
ফের উপস্থাপক ঐন্দ্রিলা

সংগৃহীত ছবি

শোবিজ

ফের উপস্থাপক ঐন্দ্রিলা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০২১

মডেল ও অভিনেত্রী ঐন্দ্রিলার মায়াময় হাসি আর অনবদ্য অভিনয় মুগ্ধতায় আবিষ্ট হয়ে আছেন ছোট পর্দার দর্শক। অভিনয়ে এখন অনিয়মিত হলেও ভিন্নধর্মী কিছু অনুষ্ঠান নিয়ে মাঝেমধ্যে হাজির হন দর্শকের সামনে। ঐন্দ্রিলা সর্বশেষ নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। এটি দিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। উপস্থাপনায় প্রায়ই পাওয়া যায় তাকে। এরই ধারাবাহিকতায় ‘শেফস কিচেন’ নামের রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করলেন ঐন্দ্রিলা। বাংলাভিশনে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে। এ বিষয়ে ঐন্দ্রিলা বলেন, অনেক দিন পর টিভিতে ফিরেছি। নাটক-টেলিছবি নয়, বসেছি উপস্থাপকের চেয়ারে। রান্নার অনুষ্ঠান নিয়ে ফিরতে পেরে অন্য রকম আনন্দ লাগছে। দর্শকের সঙ্গে আমিও নতুন নতুন রান্না শিখতে পারছি, রান্না একটি শিল্প। সে জন্য এ ধরনের আয়োজনে সবার আগ্রহ থাকে। এই আয়োজনে প্রতি পর্বে একজন তারকা ও একজন শেফ উপস্থিত থাকেন। তাদের রান্নার পাশাপাশি থাকে স্বাস্থ্যসম্মত রান্নার টিপস ও খাবারের পুষ্টিগুণ নিয়ে আলোচনা। তাই অন্যান্য রান্নার অনুষ্ঠান থেকে এটি সহজে আলাদা করা যায়।

নাটকে অভিনয় প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, দেখুন, আমার মনের মতো চরিত্র না হলে অভিনয় করছি না। অনেক কাজ করতে হবে তা ভাবি না। ভালো কাজের অপেক্ষায় আছি। যদি সে রকম গল্প ও চরিত্র পাই তাহলে আবার নাটকে অভিনয় করব। অভিনয়ের বাইরেও চাকরি ও সাংসারিক ব্যস্ততা রয়েছে। সবকিছু সামলে নিয়ে অভিনয় করছি। যেহেতু কাজ কম করছি, তাই ভালো কাজ নিয়েই দর্শকের কাছে ফিরতে চাই। দিন শেষে দর্শক ভালো কাজের কথাই মনে রাখে।

মার্কেটিংয়ে স্নাতক ঐন্দ্রিলার স্নাতকোত্তরের বিষয় ছিল ফিল্ম অ্যান্ড মিডিয়া। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। সৃজনশীল কাজ ভালোবেসে করেন তিনি। সাংস্কৃতিক পরিম্ললে বেড় ওঠা ঐন্দ্রিলা নাচ-গানেও পারদর্শী। বাবা বুলবুল আহমেদকে নিয়ে গান লিখেছেন, তৈরি করেছেন ‘এক জীবন্ত কিংবদন্তির কথা’ নামে একটি তথ্যচিত্র। লিখেছেন ‘একজন মহানায়কের কথা’ বই। গত বছরের শুরুতে লকডাউনের আগে ‘শেষের কবিতা’ শিরোনামে একটি গান রেকর্ড করেছেন তিনি। এর কথা ও সুর ফয়সাল আহমেদের। সংগীত আয়োজনে ছিলেন আমজাদ হোসেন। এটি প্রকাশ হবে জি সিরিজ থেকে। খুব শিগগির এর মিউজিক ভিডিওতে অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, বেশ আগেই ‘শেষের কবিতা’ শিরোনামে গানটি গেয়েছি। করোনার কারণে এর মিউজিক ভিডিওর শুটিং হয়নি। করোনার প্রকোপ কমেছে। এখন যেকোনো সময়ে এর শুটিংয়ে অংশ নেব। আশা করছি, আগের সব গানের মতো নতুন এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে।

 

বাবার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ত্রয়ী চিত্রম’ নিয়েও নতুন আঙ্গিকে কাজ শুরুর পরিকল্পনা করছেন তিনি। অভিনয় এবং উপস্থাপনার পাশাপাশি ভবিষ্যতে নির্মাতা হিসেবে নিয়মিত কাজের ইচ্ছা আছে তার। কাজের অবসরে শৈশব-কৈশোরের মতো এখনো তিনি দেশ-বিদেশে ছুটে যান ঘুরতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads