• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
সাহসী রিক্তা

সংগৃহীত ছবি

শোবিজ

সাহসী রিক্তা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২১

গুণী নির্মাতা অমিতাভ রেজা পরিচালিত একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার নাম ‘কার্তুজ’। তবে রিক্তা এখন পুরোপুরি ব্যস্ত নাটকের অভিনয় নিয়ে।  রিক্তা এখন হাফ ডজনেরও বেশি ধারাবাহিক নাটকে শুটিং করছেন। সেই সঙ্গে করছেন সিঙ্গেল নাটকের শুটিংও। সম্প্রতি রিক্তা অভিনীত ‘ন্যাড়া বউ’ নাটকটি আলোচিত হয়েছে। নাটকে দেখা যায়, বিয়ে করতে চান না মেয়েটি। বিয়ে যেন না হয়, পাত্রপক্ষ যেনো দেখতে এসে তাকে পছন্দ না করেন এই জন্য মাথার দীঘল কালো লম্বা চুল ফেলে টাক হয়ে যান মেয়েটি। ঘটনাটি ঘটিয়েছেন অভিনেত্রী ফারজানা রিক্তা। নাটকের জন্য ঘটালেও বাস্তবে এমন নাটকে অভিনয় করাটা সহজ হয়। শোবিজে যেখানে অভিনেত্রীরা নিজের গ্ল্যামারাস নিয়ে স্ক্রিনে হাজির হন সেখানে রিক্তা এবার হাজির হয়েছেন ভিন্ন এক রুপে। টাক মাথায়। মানে নাটকটিতে রিক্তাকে ন্যাড়া এক মেয়ের চরিত্রে দেখা গেছে। নাটকটি ভালই আলোচিত হয়েছে।

নাটকটির নাম ‘ন্যাড়া বউ’। নাটকটিতে ন্যাড়া হয়ে স্ক্রিনে হাজির হতে হবে শুনেই প্রথমে করবেন না বলেছিলেন রিক্তা। কারণ এগুলো নিয়ে ফেসবুকে ট্রল হয়। অনেকেই ভালোভাবে নেয় না চরিত্রগুলো। রিক্তা ট্রল হতে রাজি নন। ট্রলকে ভয় তার। তাই প্রথমে পরিচালক শামীম জামানকে এক প্রকার না করে দেন তিনি। পরে যখন গল্পটি শুনেন। ভালো লাগে তার। গল্প ভালো লাগায় সাহসী হয়ে উঠেন রিক্তা। অভিনয় করে ফেলেন ন্যাড়া মাথার চরিত্রে। রিক্তা বলেন, ‘বিশ্বাস করেন আমি প্রথমে এমন একটি চরিত্রে কাজ করতে রাজি হতে চাইনি। কারণ দর্শকরা কি ভাববে এ চিন্তা মাথায় ছিল। সেই সঙ্গে ফেসবুকে ট্রল হবো সে ভয়তো ছিলোই। কিন্তু গল্প শুনার পর সাহস পেয়েছি। ভেবেছি সাধারণ চরিত্রের নাটকে তো অভিনয় অনেক করছি। এবার তাহলে একটু ব্যতিক্রম চরিত্রে, ব্যতিক্রম মেকআপে এবার হাজির হয়ে দেখি।’ বাস্তবে রিক্তার মাথায় বেশ লম্ভা চূল। সে চুল লুকিয়ে ন্যাড়া মাথার মেকআপ করাটা সহজতর ছিল না। তবে কঠিন এ কাজটি করে দেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। বর্তমান সময়ের নাটকের অপ্রতুল বাজেটে মেকআপের জন্যও তেমন বাজেট থাকেনা। তার পরও স্বল্প বাজেটের মধ্যেও যতটা সম্ভব মনির রিক্তাকে ন্যাড়া মাথার বউ সাঁজাতে সক্ষম হয়েছে। কেবল মাথার এই মেকআপ নিতে তিন-চার ঘণ্টা সময় ব্যয় হয়েছে বলে জানালেন রিক্তা। কয়েক প্রকারের আঠা দিয়ে মাথার চুল ঢেকে সেট করা হয়েছিলো টাক মাথার বিষয়টি। মেকআপ করার সময় বেশ কষ্ঠ সহ্য করতে হয়েছে রিক্তাকে। তবে মেকআপ করার সময়ের চেয়ে তা তোলার সময়ে কষ্ট সহ্য করতে হয়েছে আরোপ কয়েকগুণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads