• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
৭৪তম কান চলচ্চিত্র উৎসব, আবার বসবে মিলনমেলা

সংগৃহীত ছবি

শোবিজ

৭৪তম কান চলচ্চিত্র উৎসব, আবার বসবে মিলনমেলা

  • সোহেল অটল
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২১

ইউরোপের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। পৃথিবীর নানান প্রান্ত থেকে প্রতি বছর হাজারো মানুষের সমাবেশ ঘটে ফ্রান্সের কান শহরে। গত বছর এই নিয়মের ব্যত্যয় ঘটে। ৭৩তম চলচ্চিত্র উৎসবটি মাটি হয়ে যায় করোনার কারণে। কথা ছিল মে মাসেই বসবে মিলনমেলা। সে অনুযায়ী সব আয়োজনও চলছিল। পৃথিবীর নামকরা সব নির্মাতারা তাদের চলচ্চিত্র জমা দিয়েছিলেন। সশরীরে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সাংবাদিক-নির্মাতাসহ হাজার হাজার অভিনয়শিল্পী। কিন্তু বাদ সাধে করোনা। দুই দফা উৎসবের তারিখ পিছিয়েও শেষ রক্ষা করা যায়নি। উপায়ন্তর না পেয়ে শেষে অনলাইনেই শেষ করা হয় ৭৩তম কান চলচ্চিত্র উৎসবের আয়োজন।

কথা ছিল, মার্শে দ্যু ফিল্মে ২৫০টি স্ট্যান্ডস ও ৬০টি প্যাভিলিয়নের জন্য একত্র হবেন ৮ হাজার ৫০০ জন। মোট ১ হাজার ২০০টি প্রদর্শনী উপভোগ করতে পারবেন অংশগ্রহণকারীরা। এছাড়া স্বত্ব কেনার জন্য ছিল ২ হাজার ৩০০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সব মিলিয়ে দেড়শোরও বেশি ইভেন্ট হয়েছে গতবার। তার সবই অনলাইন মার্শে দ্যু ফিল্মে। এর মধ্যে ছিল প্যানেল ও কিনোট টকস, স্পিড মিটিংস, গোলটেবিল আলোচনা। এছাড়া ছিল বিভিন্ন চলচ্চিত্রের সংগীত পরিচালকদের পরিবেশনায় কনসার্ট। উৎসবের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে কিছু অনুষ্ঠান সরাসরি দেখানো হয়েছে।

সামপ্রতিক বছরগুলোতে কান উৎসবের বাণিজ্যিক শাখায় বাংলাদেশিদের অংশগ্রহণ দেখা গেছে। গতবারের অনলাইনেও ছিলেন তাদের কেউ কেউ। এর মধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের (আইএফআইবি) সভাপতি সামিয়া জামান। তার সংগঠনকে সহায়তা করে ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ)। মার্শে দ্যু ফিল্মে কাজী কৃষ্ণকলি ইসলামের প্রামাণ্যচিত্র ‘এনওসি’ রেখেছিল আইইএফটিএ। ফলে প্রডিউসার্স ওয়ার্কশপে চলচ্চিত্র সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সুযোগ পান তিনি। ঢাকা ডক ল্যাব থেকে ‘এনওসি’ জমা পড়েছিল মার্শে দ্যু ফিল্মে। বাংলাদেশের নির্মাতা জসীম আহমেদ অনলাইনে মার্শে দ্যু ফিল্মে অংশ নেন। ভারতের ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ ছবির প্রযোজক তিনি।  এ বছর বাংলাদেশি চলচ্চিত্রের কানযাত্রার কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে মিলনমেলা এবার বসছে। উৎসব উদযাপন কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪তম কান চলচ্চিত্র উৎসব আবার বসবে। সশরীরেই সবাই অংশ নিতে পারবেন। যদিও তার জন্য তারিখ পরিবর্তন করতে হয়েছে। উৎসবের রীতি অনুযায়ী আগামী মে মাসে শুরু হওয়ার কথা ছিল। দুই মাস পিছিয়ে সেটা এখন ৬ জুলাই শুরু হবে। শেষ হবে ১৭ জুলাই। প্রায় দুই সপ্তাহের এই চলচ্চিত্র উৎসবটি ঠিকঠাক অনুষ্ঠিত হলে পুরো দুনিয়ার সিনেমাপ্রেমীরা খুশি হবেন। তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবটির স্বমূর্তি উপভোগ করার জন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads