• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
শোবিজে ফের করোনার থাবা

সংগৃহীত ছবি

শোবিজ

শোবিজে ফের করোনার থাবা

  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২১

ধীরে ধীরে বাড়ছে করোনা। মধ্যের কয়েক মাস করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এখন করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। এর রেশ পড়েছে দেশের শোবিজেও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার এই অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার পারিবারিক ঘনিষ্ঠজন সাংবাদিক নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আফসানা মিমির শরীর খারাপ হওয়ায় গত সপ্তাহে তার করোনার পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেটেড ছিলেন।’

নজরুল আরো বলেন, ‘তিনি এই মুহূর্তে ভালোই আছেন। তবে কাশিতে সমস্যা হচ্ছিল। উন্নতি হচ্ছে না বলেই গতকাল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। পরে হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।’

অভিনয় ও নির্মাণের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদেও দায়িত্ব পালন করছেন আফসানা মিমি। তিন বছরের জন্য তাকে এই পদের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

এদিকে বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী মিতা হকও করোনা আক্রান্ত হয়েছেন। গত বুধবার তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিতা হকের মেয়ে জয়ীতা জানান, গত ২৫ মার্চ মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এ কয়েকদিন তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওনার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

মিতা হকের পারিবারিক সূত্রে জানা যায়, মিতা হকের কিডনি জটিলতা রয়েছে। গত ৫ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিয়ে ভালোই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে কিছুটা মানসিক এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এই সংগীতশিল্পী। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে নিবিড় পরিচর্যার জন্য। তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads