• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

শোবিজ

চতুর্থ একক নিয়ে আসছে এডভার্ব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২২

তরুণ প্রজন্মের মাঝে তুমুল সাড়া জাগিয়েছে ব্যান্ডদল এডভার্ব। ইতিমধ্যেই তারা কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। তাদের পূর্বে প্রকাশিত ‘কতদূর’, ‘অবসাদ’ এবং ‘কে তোমাকে বাসবে ভালো’- গানগুলো তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এবার ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তাদের চতুর্থ একক গান 'বিদায় বেলায় চোখ মুছে দেব তোমার'। গত রোববার গানটির ভিজ্যুয়াল প্রোমো প্রকাশ করেছে বান্ডটি। গানটি মুক্তি পাবে ১২ ফেব্রুয়ারি।

ব্যান্ডের ভোকাল প্রান্ত প্রান্ত বলেন, প্রমোটি প্রকাশের পর আমরা শ্রোতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এ পর্যন্ত আমরা তিনটি একক প্রকাশ করেছি। এটি এই বছরের শেষের দিকে একটি সম্পূর্ণ অ্যালবাম প্রকাশ করতে চাই। অ্যালবামের নাম 'পূর্বপর'। অ্যালবামটি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

কেন এডভার্ব এত কম শো করছে? এ প্রশ্নের জবাবে প্রান্ত বলেন, আমরা যৌক্তিক পারিশ্রমিকে স্টেজ শো বা কনসার্ট করতে আগ্রহী। অনেকেই সেই সম্মানীটুকু দিতে পারেন না বা দিতে চান না। তাই আমরা খুব বেশি শো করি না। তারপরও এই শীতে আমরা ৩-৪টি শো করেছি।

অর্ক সাহা এবং প্রান্ত’র লেখা 'বিদায় বেলায় চোখ মুছে দেব তোমার' গানটি প্রসঙ্গে তিনি বলেন, গানটি শুনলেই বুঝবেন কী হৃদয় ছুঁয়ে যাওয়া গান। গানটিকে আরও ভালো করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

এডভার্ব লাইনআপে আছেন- ভোকালে প্রান্ত, গিটারে রেক্স এবং লিংকন, বেস গিটারে তুহিন, ড্রামসে সোহাগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads