• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

মডেল: কোয়েনা, তানহা, অহনা, সানজিদা, ঐশ্বর্য, সুমনা, তুষার এবং সাগর / পোশাক: ময়ূরাক্ষী / ছবি: আরিফুল হক / কোরিওগ্রাফি: লিটন দাশ লিটু / মেকওভার: তন্ময় বড়ুয়া

শোবিজ

আরিফুল হকের ক্যামেরায় ‘পুরুষতান্ত্রিক ও ধর্মীয় অপশাসন ভেঙ্গে নারীর এগিয়ে চলার গল্প’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২২

বিশ্বব্যাপী নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের প্রশংসা এবং ভালোবাসা প্রকাশের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

এবারের নারী দিবসকে উপলক্ষ্য করে ফটোগ্রাফার আরিফুল হক ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন পুরুষতান্ত্রিক ও ধর্মীয় অপশাসন ভেঙ্গে এগিয়ে চলার প্রত্যয়। কারণ তিনি মনে করেন পুরুষতান্ত্রিক ও ধর্মীয় অপশাসন ভেঙ্গে নারীর এগিয়ে চলাই নারী মুক্তির সোপান।

পুরুষতান্ত্রিক নানা বাধ্যবাধকতা বরাবরই নারীর চলার পথে বাধার সম্মুখীন হয়ে দাঁড়ায়। সব পাশ কাটিয়ে আজ নারীরা দেশ ও দশের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখছেন। ফটোগ্রাফির মাধ্যমে এমনই একটি প্রেক্ষাপট ফুটিয়ে তুলেছেন বলেন জানান ফটোগ্রাফার আরিফুল হক।

ফটোগ্রাফার আরিফুল হক বলেন, একজন নারী যখন সমাজে এগিয়ে যেতে চায় তখন সমাজের মূল বাধা হয়ে দাঁড়ায় পুরুষতন্ত্রিক সমাজ ব্যবস্থা। আরেকটা ধর্মীয় নারী বিমূখ রীতিনীতি। এগুলো দূরে সরিয়ে যখন এগিয়ে যেতে পারেন তখনই নারীর হাতে ধরা দেয় সাফল্যের চূড়া। তখনই কেউ ডাক্তার, কেউ এডভোকেট, কেউ শিক্ষক, কেউ ডিজাইনার বা কেউ সমাজসেবীসহ বিভিন্ন পেশায় নিজের অবস্থান নিয়ে দাঁড়ায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads