• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
ডাটা সায়েন্টিস্টের খোঁজে রবির ডাটাথন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ডাটা সায়েন্টিস্টের খোঁজে রবির ডাটাথন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৯

দেশে প্রথমবারের মতো ডাটাথন আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল সেবাদানকারী কোম্পানি রবি। এই উদ্যোগটির মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ডাটা সায়েন্স কমিউনিটিকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে অপারেটরটি, যাতে তারা নতুন নতুন বিজনেস সলিউশন তৈরি করে দেশের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করতে পারে।

ডাটাথনের ক্লাউড পার্টনার হিসেবে রয়েছে গুগল এবং কারিগরি সহায়তায় আজিয়াটা অ্যানালিটিকস। ডাটাথন বিজয়ীদের দেওয়া হবে ৮ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার। পাশাপাশি অসাধারণ মেধাবী প্রতিযোগীদের চাকরির সুযোগ দেওয়া অথবা চাকরির সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানানো হবে।

২৪ ঘণ্টাব্যাপী এই ডাটাথনে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা axiata.com/datathon/bd/index.html ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে পারবেন। এরপর তাদের নির্দিষ্ট ফরম পূরণ এবং মূল্যায়নের জন্য নির্ধারিত প্রশ্নের উত্তর দিতে হবে। আগ্রহী প্রার্থীরা ফেসবুকের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন। সেখানে তাদের জীবনবৃত্তান্তও আপলোড করতে হবে। মূল্যায়ন প্রশ্নোত্তরের ওপর ভিত্তি করে নির্দিষ্ট প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি জানানো হবে।

শুধু ব্যক্তি হিসেবে নিবন্ধন করা যাবে। এরপর আয়োজকরা সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে দল গঠন করবেন। প্রতিটি দলে থাকবেন চারজন সদস্য। ১৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে। সংক্ষিপ্ত প্রার্থীদের তালিকা থেকে সদস্য বাছাই করে আলাদা আলাদা দল গঠন করার পর  ১৬ এপ্রিল ই-মেইলের মাধ্যমে প্রত্যেককে তাদের দল সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এরপর আগামী ১৯ ও ২০ এপ্রিল রবি করপোরেট অফিসে ২৪ ঘণ্টাব্যাপী এই ডাটাথন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থী ছাড়াও ডাটা সায়েন্টিস্ট, প্রোগ্রামারসহ প্রোগ্রামিং জ্ঞান আছে এমন গণিতবিদ, পরিসংখ্যানবিদ, ব্যবসা বাণিজ্য বিশ্লেষক এবং কম্পিউটার প্রকৌশলী ও আইটি পেশাজীবীরা ডাটাথনে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads