• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
এমএল ডাইংয়ের আইপিও লটারি ৯ আগস্ট

এমএল ডাইংয়ের আইপিও লটারি আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে

ছবি: সংগৃহীত

বাণিজ্য

এমএল ডাইংয়ের আইপিও লটারি ৯ আগস্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এমএল ডাইংয়ের আইপিও লটারি আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ লটারি হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এর আগে গত ৮ জুলাই থেকে চাঁদাগ্রহণ শুরু হয়, যা চলে ১৯ জুলাই পর্যন্ত। তবে আইপিওতে কতগুণ আবেদন পড়েছে তা এখনো জানা যায়নি।

কোম্পানিটি গত ১০ জুন নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আইপিওর জন্য সম্মতিপত্র পায়। এর আগে গত ১৫ মে এমএল ডাইংয়ের ১০ টাকা অভিহিত মূল্যে দুই কোটি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ইস্যু প্রস্তাব অনুমোদন দেয় কমিশন।

আইপিওর মাধ্যমে কোম্পানিটি ২০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপনের পাশাপাশি আইপিওতে খরচ করবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ২৩ টাকা ৭১ পয়সা। আর শেয়ারপ্রতি ভারিত গড় হারে আয় হয়েছে ২ টাকা ৩৫ পয়সা।

কোম্পানিটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads