• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌ চলাচল বিঘ্নিত

বৈরি আবহাওয়ার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌচলাচল সাময়িক বিঘ্নিত

সংগৃহীত ছবি

আবহাওয়া

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় নৌ চলাচল বিঘ্নিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জুন ২০১৮

বৈরী আবহাওয়ায় মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীরা। ঈদ শেষে ঢাকা ফিরত মানুষের অতিরিক্ত চাপ থাকায় হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে ঝোড়ো বাতাসসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় দুই ঘণ্টার মতো লঞ্চ, স্পিডবোট ও ডাম্ব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘাটে ঈদের ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের ভিড় বাড়তে থাকে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ সতর্কতায় কিছু লঞ্চ, স্পিডবোট ও ডাম্ব চলাচল করছে।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) কুশল সাহা জানান, বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ কিছুটা বাড়ছে। যানবাহনের চাপ নিরসনে কাজ করছেন ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads