• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বৃষ্টি হতে পারে মঙ্গলবার

সংগৃহীত ছবি

আবহাওয়া

বৃষ্টি হতে পারে মঙ্গলবার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২২

দেশে প্রচণ্ড গরম আরো এক দিন থাকতে পারে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে মঙ্গল কিংবা বুধবার হতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়াবিদ বজলুর রশিদ গতকাল রোববার এসব কথা জানিয়ে বলেন, আরো এক দুইদিন এমন গরম পড়বে। এরপর তা কমতে থাকবে। শনিবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলিসিয়াস ছিল, রোববার সেটা কমে আটত্রিশে নামে।

তিনি বলেন, আরো এক দুইদিন গরম থাকবে তার পর ধীরে ধীরে কমতে থাকবে এবং মঙ্গলবার ও বুধবার  থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে।

আরেক আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, আজ এবং আগামীকাল যে সারা দেশে বৃষ্টিপাত হবে, তেমন নয়। কোথাও কোথাও হয়তো সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে যে বৃষ্টিপাত হবে, তা রাজশাহী, রংপুর ও অন্যান্য অঞ্চল দিয়ে যে তাপপ্রবাহ চলমান রয়েছে তা প্রশমিত করতে সক্ষম হবে না। কোথাও কোথাও হয়তো সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দেশের কোনো কোনো অঞ্চলে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads