• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিশ্ব

মারিউপল অবরুদ্ধ করেছে রুশ বাহিনী, চলছে বোমাবর্ষণ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মার্চ ২০২২

ইউক্রেনের অবরুদ্ধ পূর্বাঞ্চলীয় বন্দর নগর মারিউপলে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ার বাহিনী।

বৃহস্পতিবার (৩ মার্চ) কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, তারা বিদ্যুৎ, খাদ্য, পানি ও পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, মারিউপলকে ঘিরে রাখা হয়েছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ক্রমাগত হামলা চালানো হয়েছে।

রুশ বাহিনী লেনিনগ্রাদের মতো এখানেও অবরোধ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বয়চেঙ্কো বলেন, তারা আমাদের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মেরামত করতে বাধা দেওয়ার চেষ্টা করছে। রুশ সেনারা রেল সংযোগও ক্ষতিগ্রস্ত করেছে, যেন আমরা আমাদের নারী, শিশু এবং বৃদ্ধদের সরিয়ে নিতে না পারি।

মারিউপল সিটি কাউন্সিল জানায়, রাশিয়া ক্রমাগত ও ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় গোলাবর্ষণ করছে এবং সরবরাহ ব্যবস্থায় বাধা ও লোকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম বাধাগ্রস্ত করছে।

এদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে আবাসিক এলাকায় বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ও স্কুলে রাশিয়ান বাহিনীর হামলায় ৩৩ জন নিহত হয়েছে। ইউক্রেনের ইমারজেন্সি সার্ভিস জানায়, এ হামলায় ১৮ জন আহত হয়েছে।

প্রসঙ্গত, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। বৃহস্পতিবার (৩ মার্চ) উভয় পক্ষের প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads