• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিশ্ব

রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাসবাদের অভিযোগ ইউক্রেনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মার্চ ২০২২

পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে আবারও পারমাণবিক সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে ইউক্রেন।

বৃহস্পতিবার রাতে হারকিভের ওই গবেষণা কেন্দ্রটিতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির পারমাণবিক রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ।

তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি মস্কো। এর আগে ইউক্রেনের জেফোরেশিয়া ও চেরনোবিলের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। এক বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি জানিয়েছেন, মস্কোর পক্ষে রাসায়নিক অস্ত্রের হামলা চালানো সম্ভব। তবে এই দাবি উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেনে জৈব অস্ত্র তৈরীর অভিযোগ এনেছে ক্রেমলিন। এবিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘের বৈঠক ডেকেছে দেশটি। 

এদিকে, ৪০ মাইল দীর্ঘ রুশ গাড়ি বহর আরও এগিয়ে এসে কিয়েভকে ঘিরে নতুন করে অবস্থান নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads