• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিশ্ব

নিষেধাজ্ঞার কারণে বিধ্বস্ত হতে পারে মহাকাশ স্টেশন : রাশিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মার্চ ২০২২

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে সতর্ক করেছেন রুশ মহাকাশ সংস্থার (রসকসমস) প্রধান দিমিত্রি রোগোজিন।

শনিবার (১২ মার্চ) ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

দিমিত্রি রোগোজিন বলেছেন, নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিষেবা প্রদানকারী রুশ অংশের কার্যক্রম ব্যাহত করতে পারে। ফলে মহাকাশ স্টেশনের রুশ অংশ- যা কক্ষপথ সংশোধন করতে সাহায্য করে, সেই অংশটি প্রভাবিত হতে পারে। এর ফলে ৫০০ টন কাঠামো সমুদ্রে বা স্থলে পড়তে পারে।

সেজন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান রসকসমসের প্রধান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads