• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

বেসরকারি খাতে তাজমহল!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ মে ২০১৮

আগ্রার তাজমহলকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য ভারতের ক্ষমতাসীন দল পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন ঐতিহাসিক ও বিরোধী দলগুলো। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা।

সম্প্রতি মোদি সরকার ঐতিহাসিক স্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার একটি প্রকল্প চালু করেছে। এর আওতাতেই মুঘল সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল দেখভাল করার জন্য কোনো বেসরকারি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিরোধী দলগুলো জানায়, সরকার ঐতিহাসিক স্থাপনা ইজারা দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, তাতে ৯৫টি পর্যটন কেন্দ্র রয়েছে।

ভারতের পর্যটনমন্ত্রী গত শনিবার জানান, সতেরো শতকে নির্মিত দিল্লির রেড ফোর্ড ২৫ কোটি রুপির বিনিময়ে ডালমিয়া ভারত গ্রুপকে পাঁচ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। এই চুক্তিতে অন্ধ্রপ্রদেশের একটি দুর্গও রয়েছে। বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার তালিকায় জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো স্বীকৃত দুটি ঐতিহাসিক স্থাপনা তাজমহল ও দ্বাদশ শতকের কুতুব মিনারও রয়েছে। রেড ফোর্ডও শাহজাহানের আমলে ১৬৩৯ সালের নির্মিত হয়। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক স্থাপনা এটি। প্রতিবছর ভারতের স্বাধীনতা দিবসে এখানে কুচকাওয়াজ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী এখান থেকেই বক্তব্য দেন।

এ ঘটনায় সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটবার্তায় বলেন, এগুলোকে কেন ইজারা বা ভাড়া দিতে হবে? এটা দেশের ইতিহাসে একটি দুঃখজনক ও  অন্ধকার দিন।  দিল্লির ইতিহাসবিদ রানা সাফভির বলেন, কী পরিমাণ টাকা ইজারাদার এখানে খরচ করবেন তা ঠিক করা হয়নি। নির্ধারিত মূল্যের চেয়ে টিকেটের দাম অনেক বেশি করে তারা যে এখান থেকে টাকা কামানোর ধান্ধা করছেন, সেটি পরিষ্কার।

উল্লেখ্য, সরকার যেসব ঐতিহাসিক স্থাপনা ইজারা দিতে চাইছে তার মধ্যে অনেকগুলোই মুসলিম শাসকদের আমলে তৈরি। এসব স্থাপনা সম্পর্কে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা নানা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) রয়েছে। ভারতে ৩ হাজার ৭০০ ঐতিহাসিক নিদর্শন আছে। এর মধ্যে ৩১টি নিদর্শন ইউনেস্কো স্বীকৃত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads