• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইরাকে ১৯ রুশ নারীর যাবজ্জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ মে ২০১৮

১৯ রুশ নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। তারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছিল এবং তাদের হয়ে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। খবর আলজাজিরা।

ইরাকের কেন্দ্রীয় অপরাধ আদালত আইএসে যোগদান এবং সন্ত্রাসবাদে সমর্থন জানানোর প্রমাণ পাওয়ায় স্থানীয় সময় রোববার ওই রুশ নারীদের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। এ সময় বেশ কয়েকজন নারী তাদের শিশুসন্তানসহ আদালতে উপস্থিত ছিল।

শুনানিতে উপস্থিত থাকা এক রুশ কূটনীতিক জানান, সাজা পাওয়া ওই নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে তাদের জানানো হবে। একই অপরাধে আদালত আজারবাইজানের ছয় নারী এবং তাজিকিস্তানের চার নারীকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত বেশিরভাগ নারী দাবি করেন, তাদের ভুল পথে পরিচালিত করে ইরাকে নিয়ে যাওয়া হয়েছে। রোববার দোষী সাব্যস্ত হওয়া এক নারী বলেন, আমি জানতাম স্বামী-সন্তানদের সঙ্গে তুরস্কে গিয়েছি। কিন্তু হঠাৎ একদিন আবিষ্কার করলাম- আমি আসলে তুরস্কে নয়, ইরাকে আছি।

২০১৭ সালে ইরাক থেকে আইএস বিতাড়িত হওয়ার পর গত ডিসেম্বরে ৫৬০ নারী ও ৬০০ শিশুকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সবাই কোনো কোনোভাবে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে জানান কর্মকর্তারা। চলতি মাসের শুরুতে আদালত আইএসের সঙ্গে জড়িত থাকার দায়ে এক ফরাসি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর আগে ফেব্রুয়ারিতে ১২ আইএস জঙ্গির বিধবাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads