• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

কারাগারে লাইভে ছেলের বিয়ে দেখবেন লালু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ মে ২০১৮

ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব কারাগারে বসেই লাইভে ছেলের বিয়ের অনুষ্ঠান দেখবেন। পশু খাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি কারাদণ্ড ভোগ করছেন। খবর আনন্দবাজার পত্রিকা।

আগামী ১২ মে তার বড় ছেলে তেজপ্রতাপ যাদবের বিয়ে। কারাগারে থাকায় তিনি ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না। এ কারণে লাইভে বিয়ের অনুষ্ঠান দেখতে চান লালু। এর আগে ১৮ এপ্রিল পাটনায় ছেলের বাগদান হয়। পরে সেই অনুষ্ঠানের ভিডিও জেলে বসে দেখেন তিনি। এবার বিয়ের অনুষ্ঠান রেকর্ডেড নয়, লাইভ দেখবেন তিনি।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী দারোগাপ্রসাদ রায়ের নাতনি ঐশ্বর্যের সঙ্গে বিয়ে হচ্ছে তেজপ্রতাপের। ছেলের বিয়ে উপলক্ষে প্যারোলে মুক্তি পাওয়ার সম্ভাবনাও কম। তাই পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান লাইভ দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। লালু বর্তমানে কারবন্দি হিসেবেই দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকেই তিনি ছেলের বিয়ের লাইভ স্ট্রিমিং দেখবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads