• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

বিদেশ

‘ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রস্তাব না মানলে চুপ থাকতে হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০১ মে ২০১৮

শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে চাইলে ফিলিস্তিনি নেতাদের উচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া অথবা চুপ থাকা; সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ মন্তব্য করেছেন। ইসরাইলের গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেছেন। গত ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেন ট্রাম্প।

ইসরাইলি কূটনীতিকের বরাত দিয়ে চ্যানেল ১০ নিউজ গত রোববার এক প্রতিবেদনে জানায়, নিউইয়র্কে ইহুদি নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিন সালমান। এ সময় তিনি মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করে বলেন, ফিলিস্তিনি নেতারা গত কয়েক দশক ধরে একটার পর একটা সুযোগ হাতছাড়া করছে। এবং শান্তি প্রতিষ্ঠার যত সুযোগ দেওয়া হয়েছে সব প্রত্যাখ্যান করছে তারা। তাদের ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করে আলোচনার টেবিলে এখনই বসা উচিত। আর সেটা যদি তারা না করে, তাহলে তাদের কোনো অভিযোগ না করে চুপ থাকা উচিত।

রাজধানী করার পাশাপাশি ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে সরানোর ঘোষণাও দিয়েছিলেন ট্রাম্প। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের ওই স্বীকৃতি ‘অকার্যকর’ এবং তা ‘বাতিল করা হোক’ লেখা ওই প্রস্তাবের ওপর সে সময় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটও হয়। এর পক্ষে ভোট দেন ১২৮টি দেশের প্রতিনিধিরা, ভোটদানে বিরত থাকে ৩৫টি দেশ, আর বিপক্ষে ভোট পড়ে নয়টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads