• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
থাইল্যান্ডের গুহায় আটকা পড়া সবাই উদ্ধার

অবশেষে সফলভাবেই গুহায় আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে

ছবি : বিবিসি

বিদেশ

থাইল্যান্ডের গুহায় আটকা পড়া সবাই উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গুহায় প্রায় দুই সপ্তাহ আটকে পড়া দলটির ১৩ জনের সবাইকেই সফলভাবে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। গত রোববার থেকে শুরু করা উদ্ধার অভিযানে চারজন এবং সোমবার চারজনকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার একে একে বাকি পাঁচজনকেও বের করে এনেছেন উদ্ধারকারীরা।

চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং নামের ওই গুহাটিতে ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচ আটকা পড়ে গত ২৩শে জুন। থাই নৌবাহিনীর সীল দল - যারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন - তারা এক বিবৃতিতে বলেছেন. ১২ জন কিশোর এবং তাদের ফুটবল কোচকে বের করে করে আনা হয়েছে, এক অসাধারণ উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

ফেসবুকে এক পোস্টে দ্য সীল বলেছে - ‘ওয়াইল্ড বোর (বুনো শূকর) দলের ১২ জন এবং তাদের কোচ এখন গুহার বাইরে। সবাই সুস্থ।’

গত দু'দিনের মত আজও উদ্ধারকৃতদের সবাইকেই হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সাথে গুহার ভেতরে অবস্থান করছিলেন একজন ডাক্তার এবং নৌবাহিনীর তিনজন ডুবুরি।

আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন তারা, এবং এখন তাদের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন সবাই। তার পরই অভিযানটি সম্পূর্ণ সমাপ্ত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads