• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
‘হত্যা ষড়যন্ত্র’ ইস্যুতে মোদিকে ফোন সিরিসেনার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ছবি : ইন্টারনেট

বিদেশ

‘হত্যা ষড়যন্ত্র’ ইস্যুতে মোদিকে ফোন সিরিসেনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা তাকে উদ্ধৃত করে দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তা অস্বীকার করেছেন। সম্প্রতি খবর বের হয়, সিরিসেনাকে ভারতীয় গুপ্তচর সংস্থা হত্যার ষড়যন্ত্র করছে। খবর বিবিসি।

শ্রীলঙ্কার বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে দ্য হিন্দু সিরিসেনাকে হত্যার ষড়যন্ত্র নিয়ে প্রতিবেদনটি ছাপে। এতে বলা হয়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিরিসেনা নিজেই ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ‘র’ তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে মন্তব্য করেন। প্রেসিডেন্টের এ মন্তব্যে উপস্থিত মন্ত্রীরা অবাক হন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফোনে সিরিসেনা হিন্দুর প্রতিবেদনটিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করার কথা জানিয়েছেন মোদিকে। গত বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ও এক বিবৃতিতেও জানায়, সিরিসেনা মন্ত্রিসভার বৈঠকে ‘র’ এর নামই উচ্চারণ করেননি। তবে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের ওপর বৈঠকে জোর দিয়েছিলেন প্রেসিডেন্ট। সেখানে ভারতীয় গুপ্তচর সংস্থার নাম বা কোনো ধরনের সংযোগের কথা হয়নি। এ নিয়ে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রেসিডেন্টের কথা হয়েছে। আনুষ্ঠানিক বিবৃতিতে প্রেসিডেন্টের নামে ছাপা উদ্ধৃতির কথা প্রত্যাখ্যানের পর মোদিকে ফোন করেন সিরিসেনা। এতে তিনি ভারতকে শ্রীলঙ্কার সত্যিকার বন্ধু বলেন। তাকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন বলেও দাবি করেন। খুবই দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদনটি প্রত্যাখ্যানের পদক্ষেপ গ্রহণ করায় মোদি তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, মাসখানেক আগে শ্রীলঙ্কা পুলিশের স্থানীয় এক সূত্র প্রেসিডেন্ট ও সাবেক প্রতিরক্ষা সচিব গোতাবাইয়া রাজাপাকসেকে হত্যা পরিকল্পনার অভিযোগটি সামনে আনে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads