• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
হাঁটতে পারছেন না মুগাবে

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে

ছবি : ইন্টারনেট

বিদেশ

হাঁটতে পারছেন না মুগাবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ নভেম্বর ২০১৮

জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শারীরিক অসুস্থতার কারণে হাঁটাচলা করতে পারছেন না। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাওয়া এই তথ্য জানিয়েছেন। বিবিসির খবর।
নাঙ্গাওয়া জানান, চিকিৎসার জন্য গত দুই মাস ধরে সিঙ্গাপুরে রয়েছেন ৯৪ বছর বয়সী মুগাবে। তবে তিনি কোন রোগের চিকিৎসা নিচ্ছেন তা জানাননি বর্তমান প্রেসিডেন্ট। জিম্বাবুয়ের ক্ষমতায় থাকার সময় শেষের দিকে চিকিৎসার জন্য বেশ কয়েকবার বিদেশ সফর করেন মুগাবে।

২০১৭ সালে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুগাবেকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেন এমারসন। স্বাধীন হওয়ার পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় ৩৭ বছর ছিলেন মুগাবে। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন। সংখ্যালঘু শ্বেতাঙ্গদের কাছ থেকে জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মুগাবে।

সাবেক এই প্রেসিডেন্টের জন্ম শহরে এক সমাবেশে প্রেসিডেন্ট নাঙ্গাওয়া বলেন, সরকার তার চিকিৎসার ব্যয় বহন করছে। তিনি এখন বৃদ্ধ, তাছাড়া তিনি হাঁটতেও পারছেন না। কিন্তু তিনি যা চাইবেন তা দেওয়া হবে। নাঙ্গাওয়া বলেন, হাঁটতে না পারলেও এখন তিনি এখন আগের চেয়ে সুস্থবোধ করছেন। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। আমরা তার যত্ন নিচ্ছি। তিনি আমাদের জিম্বাবুয়ের জাতির পিতা। তিনি আমাদের স্বাধীন জিম্বাবুয়ের জাতির পিতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads