• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
এরদোগান-ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না সৌদি যুবরাজের

ছবি : সংগৃহীত

বিদেশ

এরদোগান-ট্রাম্পের সঙ্গে বৈঠক হচ্ছে না সৌদি যুবরাজের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের ফাঁকে রিসেপ তাইয়েপ এরদোগান ও ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী বিশ্বনেতাদের সঙ্গে একান্তে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ দুই নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী হয়ে ওঠেন তিনি। খবর আলজাজিরা, বিবিসি ও পার্স টুডে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, সৌদি যুবরাজ প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রেসিডেন্টকে ফোনে অনুরোধ করা হয়েছিল আর্জেন্টিনায় সাক্ষাৎ করার। জবাবে তিনি বলেছেন, দেখা যাক। তবে এ মুহূর্তে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন কাভুসোগলু। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন জানিয়েছেন, জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানান, জি-২০ সম্মেলনে প্রেসিডেন্টের অনেক কর্মসূচি রয়েছে। তিনি অনেক বেশি ব্যস্ত থাকবেন। সে কারণে আমার মনে হয় বাড়তি কোনো কর্মসূচি হাতে নেওয়া সম্ভব হবে না। প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না। তবে জি-২০ সম্মেলনে তুরস্ক, চীন, জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হতে পারেন ট্রাম্প। আগামীকাল শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে জি-২০-এর দুই দিনব্যাপী ১৩তম শীর্ষ সম্মেলন শুরু হবে। এদিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আঞ্চলিক সফরের অংশ হিসেবে গত মঙ্গলবার তিউনিসিয়া সফর করেন তিনি। তবে তার সফরের প্রতিবাদে দেশটির রাজধানীতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় তারা ‘সৌদি যুবরাজ খুনি’, ‘ঘাতককে শুভেচ্ছা নয়’ বলে স্লোগান দেন। গতকাল বুধবার সেখান থেকে আর্জেন্টিনায় রওনা হন তিনি। খাশোগির হত্যাকাণ্ড নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন তিনি।

খাশোগি হত্যার ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে আছেন যুবরাজ। এর মধ্যেই গত ২২ নভেম্বর থেকে আঞ্চলিক সফর শুরু করেন তিনি। সফরের অংশ হিসেবে প্রথমেই সংযুক্ত আরব আমিরাতে যান। খাশোগি ইস্যুতে সঙ্কট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই তার প্রথম বিদেশ সফর। এরপর বাহরাইনে যান। সেখানে দেশটির বাদশাহ হামাদের সঙ্গে বৈঠক করেন। এরপর মিসর সফর শেষ করে মঙ্গলবার তিউনিসিয়ায় যান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্বনেতারা কী প্রতিক্রিয়া জানান, তা জানতে জি-২০ সম্মেলন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। যদিও যুবরাজের এ সফরের মধ্য দিয়ে রিয়াদ ইঙ্গিত দিতে চাইছে- বিতর্কের অবসান হয়েছে। অন্যদিকে ইয়েমেন যুদ্ধ ও খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে তাকে বিচারের মুখোমুখি করতে আর্জেন্টিনা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গত সোমবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আর্জেন্টিনা যুবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads