• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ফিলিপাইনে তিন পুলিশ কর্মকর্তাকে ৪০ বছর পর্যন্ত সাজা

ছবি : ইন্টারনেট

বিদেশ

ফিলিপাইনে তিন পুলিশ কর্মকর্তাকে ৪০ বছর পর্যন্ত সাজা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

ফিলিপাইনে মাদক বিরোধী অভিযান চলাকালে এক কিশোরের হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে আজ বৃহস্পতিবার তিন পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করে ৪০ বছর পর্যন্ত সাজা দিয়েছে দেশটির আদালত। দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুর্তেতের মাদক বিরোধী যুদ্ধের ঘটনায় এই প্রথমবারের মতো কোন কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হল।

অভিযান শুরুর পর দুর্তেতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই রক্তক্ষয়ী দমন অভিযান পরিচালনাকারীদের দায়মুক্তি দেয়া হবে। ২০১৭ সালে ম্যানিলার একটি এলাকায় কিয়ান ডেলোস সান্টোসকে হত্যার দায় নেবেন না। ঘটনাটিকে কেন্দ্র করে এই অভিযানের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। পরে দুর্তেতে এই হত্যাকারীদের দায়মুক্তি দিতে অস্বীকার করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

২০১৬ সালে দুতার্তে মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেন। তখন অনেক বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হয়। অনেকে মনে করেন, ওই ক্যাম্পেইনে ৫ হাজার মানুষকে হত্যা করে পুলিশ। এছাড়া আরও অনেকে দুর্বৃত্তদের হাতে নিহত হন।

এর আগে ক্যাম্পেইনের সময় হত্যার দায়ে কোনও পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হলে তাকে ক্ষমা করে দেবেন বলে ঘোষণা দেন দুতার্তে। এই প্রথম তার ওই ঘোষণা চ্যালেঞ্জের মুখে পড়লো।

পুলিশ জানায়, ১৭ বছর বয়সী ওই মাদক পাচারকারীকে গ্রেফতার করতে গেলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু সিসিটিভি ফুটেজে দুই পুলিশ সদস্যকে নিরস্ত্র ওই বালককে টেনেহ্যাচড়ে নিয়ে যেতে দেখা গেছে। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

এ সম্পর্কে মামলাটির বিচারক রডলফো অজুসিনা জুনিয়র বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর অপ্রয়োজনীয় ব্যবহার কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এটা তাদের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া ‘আগে গুলি করো, তারপর দেখা যাবে’- এমন নীতি কোনওভাবেই মেনে নেয়া যায় না।

আইনজীবীরা জানান, এই মামলা যাকে নিয়ে হয়েছে সেই কিয়ান লয়েড নামের কিশোর মাদক ব্যবসায়ী ছিল না। কিন্তু তাকে মাদক ব্যবসায়ী ভেবে হত্যা করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads