• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
ভুল থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের

সংগৃহীত ছবি

বিদেশ

ভুল থেকে শিক্ষা নিয়ে বাসযোগ্য বিশ্ব গড়ার আহ্বান জাতিসংঘের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২০

করোনার ছবলে পড়ে সারা বিশ্ব যখন নাকাল, ঠিক তখনই সময় এসেছে একে ঢেলে সাজিয়ে নতুন করে সবার জন্য বাস যোগ্য করে গড়ে তোলবার। আর এ বিষয় নতুন করে চিন্তার করার দারুন এক সুযোগ পেয়েছেন বিশ্ব নেতারা।

তাই 'করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান গুতেরেস।

তিনি বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজন সাহসী ও সহযোগিতামূলক নেতৃত্ব। শ্রেষ্ঠতর পৃথিবী গড়তে বিরল এক সুযোগ পেয়েছেন বিশ্ব নেতারা। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক হুমকি মোকাবিলায় তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়া মহামারি থেকে বিশ্বকে রক্ষা করতে হলে মানুষের নিরাপদ, স্বাস্থ্য সম্মত ও সহিষ্ণু পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads